সিরাজগঞ্জে বিপৎসীমার ওপরে যমুনার পানি, নষ্ট হচ্ছে ফসল

প্রথম পাতা » ছবি গ্যালারি » সিরাজগঞ্জে বিপৎসীমার ওপরে যমুনার পানি, নষ্ট হচ্ছে ফসল
বৃহস্পতিবার, ৩১ আগস্ট ২০২৩



সিরাজগঞ্জে বিপৎসীমার ওপরে যমুনার পানি, নষ্ট হচ্ছে ফসল

সিরাজগঞ্জে বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে যমুনা নদীর পানি। ফলে জেলার সার্বিক বন্যা পরিস্থিতি আরও অবনতি হয়েছে।

সিরাজগঞ্জে বিপৎসীমার ওপরে যমুনার পানি, নষ্ট হচ্ছে ফসল

বৃহস্পতিবার (৩১ আগস্ট) সকালে সরেজমিনে এই দৃশ্য দেখা যায়।

জানা গেছে, গত ২৪ ঘণ্টায় ৯ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বৃহস্পতিবার সকালে শহর রক্ষাবাঁধ পয়েন্টে যমুনার পানি বিপৎসীমার ৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি বৃদ্ধির ফলে প্রতিদিনই প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। বন্যা কবলিত এলাকাগুলোর বসতবাড়ি, রাস্তাঘাট, হাট-বাজার, শিক্ষা প্রতিষ্ঠান ও ব্যবসা প্রতিষ্ঠানে পানি উঠে পড়ায় বিপাকে পড়েছেন মানুষ। একই সঙ্গে নষ্ট হচ্ছে ফসলি জমির উঠতি ফসল।

সিরাজগঞ্জে বিপৎসীমার ওপরে যমুনার পানি, নষ্ট হচ্ছে ফসল
বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড সিরাজগঞ্জের গেজ রিডার হাসান মামুন জানান, যমুনার পানি বৃদ্ধি অব্যাহত থাকবে আরও অন্তত দুই দিন।

বাংলাদেশ সময়: ১১:৩০:৫৮   ৫৯ বার পঠিত  




ছবি গ্যালারি’র আরও খবর


আজকের রাশিফল
আল কোরআন ও আল হাদিস
খালেদা জিয়া লন্ডন যাচ্ছেন ৭ জানুয়ারি
বার্সেলোনা শিবিরে আবারও চোটের ধাক্কা
ভারোত্তোলনে ৯০ বছর বয়সি নারীর চমক



আর্কাইভ