আল কোরআন
বিসমিল্লাহির রাহমানির রাহিম
সূরা নিসা
মদীনায় অবতীর্ণ
আয়াত : ৯১. ; রুকু ২৪
৭০. তাদের কাছে কি ঐসব লোকের সংবাদ পৌঁছেনি যারা তাদের পূর্বে গত হয়েছে, নূহ সম্প্রদায় এবং আদ ও ছামুদ সম্প্রদায়, আর ইবরাহীমের সম্প্রদায় এবং মাদইয়ানবাসীদের এবং উল্টে দেওয়া জনপদগুলির? তাদের কাছে তাদের রাসূলগণ স্পষ্ট নিদর্শনসমূহ নিয়ে এসেছিল। বস্তুত আল্লাহ তো তাদের প্রতি অত্যাচার করেননি বরং তারা নিজেরাই নিজেদের প্রতি অত্যাচার করেছিল।
আল হাদিস
নিয়মিত সৎকর্ম আল্লাহর নিকট সবচেয়ে পছন্দনীয়
আয়েশা রাদিয়াল্লাহু ‘আনহা থেকে বর্ণিত, তিনি বলেন: নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো: আল্লাহর নিকট সবচেয়ে পছন্দনীয় কাজ কোনটি? তিনি বললেন: “যে কাজ সার্বক্ষণিক ও নিয়মিত করা হয়, যদিও তা পরিমাণে কমও হয়”।
[বুখারী: ৬৪৬৫]
বাংলাদেশ সময়: ০:০৫:৩০ ৬১ বার পঠিত