এশিয়া কাপকে বলা হচ্ছে অক্টোবরে ভারতের মাটিতে অনুষ্ঠিতব্য ওয়ানডে বিশ্বকাপের ড্রেস রিহার্সাল টুর্নামেন্ট। এবারের বিশ্বকাপের দুই হট ফেবারিট ভারত ও পাকিস্তানও খেলবে এই টুর্নামেন্ট। তাই এখানে ভালো খেললে টাইগারদের আত্মবিশ্বাস বাড়বে বলে মনে করেন টাইগার অধিনায়ক সাকিব আল হাসান। এশিয়ার সবচেয়ে বড় এই ক্রিকেট আসরে তিনবার ফাইনাল খেললেও এখনও শিরোপা ছুঁয়ে দেখতে পারেনি টাইগাররা।
এবারের ওয়ানডে বিশ্বকাপের আগে অন্যতম আলোচিত দল বাংলাদেশ। অভিজ্ঞতায় আর তারুণ্যের মিশেলে দারুণ এক দল। ওয়ানডে ক্রিকেটে ফর্মটাও বেশ ভালো। তাই প্রথমবারের মতো বিশ্বকাপে শিরোপাস্বপ্ন নিয়ে খেলতে যাবে টাইগাররা। তার আগে অবশ্য আত্মবিশ্বাস বাড়িয়ে নেওয়ার ভালো সুযোগ আছে শাকিব আল হাসানের দলের। এশিয়া কাপে আগামীকাল বৃহস্পতিবার (৩১ আগস্ট) শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামছে সাকিব আল হাসনের দল। এই ম্যাচ দিয়েই শুরু হচ্ছে টাইগারদের এশিয়া কাপ মিশন।
এশিয়া কাপে তিনবার ফাইনাল খেলার অভিজ্ঞতা হয়েছে বাংলাদেশের। খুব কাছাকাছি গিয়েও দুর্ভাগ্যের কারণে একবারও এশিয়া সেরার মুকুট মাথায় চাপাতে পারেনি টিম টাইগার্স। তবে এবার অধরা শিরোপাটা ছুঁয়ে দেখতে দৃঢ়প্রতিজ্ঞ বাংলাদেশ।
তবে শঙ্কাও কাজ করে। শ্রীলঙ্কা ও আফগানিস্তানের সঙ্গে একই গ্রুপে আছে বাংলাদেশ। কিছুদিন আগেই ঘরের মাঠে আফগানদের বিপক্ষে ওয়ানডে সিরিজ হারতে হয়েছে টাইগারদের। সবশেষ সিরিজে আফগানিস্তান পাকিস্তানের কাছে হোয়াইটওয়াশ হলেও দারুণ লড়াই করেছে। অন্যদিকে ঘরের মাঠে লঙ্কানরা তো বরাবরই অপ্রতিরোধ্য।
তবে টাইগার অধিনায়ক সাকিব আল হাসান আশাবাদী। বুধবার ক্যান্ডিতে ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে আশার বাণীই শোনালেন তিনি, ‘শেষ ৪-৫ টা এশিয়া কাপে ফাইনাল খেলছি, আমরা ধারাবাহিক।’
বিশ্বকাপের বাকি আর মাসখানেক। তার আগে এই বড় টুর্নামেন্টে ভালো করতে পারলে ভারতের মাটিতে বিশ্বকাপ নিয়ে যে স্বপ্ন দেখছে টাইগাররা, সেই স্বপ্নেও কিছু ফুয়েল পাওয়া যাবে বলে মনে করেন সাকিব, ‘এ আসরে ভালো করলে বিশ্বকাপে ভালো করার আত্মবিশ্বাস পাওয়া যাবে।’
এশিয়া কাপের আগে জ্বরে আক্রান্ত হয়ে দল থেকে ছিটকে গেছেন ওপেনার লিটন দাস। তার জায়গায় দলে ডাক পেয়েছেন এনামুল হক বিজয়। অনেকটা অপ্রত্যাশিতভাবেই এশিয়া কাপের দলে জায়গা হলো তার। ঘরোয়া লিগের দুর্দান্ত পারফর্মার বিজয়ের জন্য এটা আন্তর্জাতিক ক্রিকেটে নিজেকে প্রমাণের আরেকটি সুযোগ বলে মনে করেন সাকিব, ‘লিটনের ইনজুরিতে যে সুযোগ পাবেন ওর জন্য নিজেকে প্রমাণের এটা বড় সুযোগ। মুশফিক কিপিং করতে না পারলে, উইকেটকিপার হিসেবেও বিজয় ব্যাকআপ থাকবে।’
তবে বিশ্বকাপে নির্দিষ্ট কোনো বিভাগের অপর নির্ভর করতে চান সাকিব। ব্যাটে -বলে-ফিল্ডিংয়ে গোটা দলের জ্বলে ওঠা জরুরি বলে মনে করেন তিনি , ‘যেকোন একটা ডিপার্টমেন্টের ওপর নির্ভর করে জিততে চাই না। অলরাউন্ড পারফর্ম করে জিততে চাই। আমরা চাই সবদিক থেকে ভালো খেলেই আমরা জিতবো।’
বাংলাদেশ সময়: ১৬:২৩:২৬ ৩৯ বার পঠিত