দেশের জনগণ ২০০১ সালে ফেরত যেতে চায় না

প্রথম পাতা » ছবি গ্যালারি » দেশের জনগণ ২০০১ সালে ফেরত যেতে চায় না
মঙ্গলবার, ২৯ আগস্ট ২০২৩



দেশের জনগণ ২০০১ সালে ফেরত যেতে চায় না

আওয়ামীলীগের সভাপতি মন্ডলীর সদস্য কর্নেল (অব:) ফারুক খান এমপি বলেছেন জনগণ ২০০১ সালে ফেরত যেতে চায় না। এই সময় জঙ্গি হামলা ২১ আগস্টের গ্রেনেড হামলা, বারবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হওয়া এবং বিদ্যুতের নামে খাম্বার ঘটনার জনগণ দেখেছে। জনগণের মনে ২০০১-২০০৬ সালের দুঃশাসনের স্মৃতি বিরাজমান।

সোমবার ( ২৮ আগস্ট) সকালে বাংলাদেশ আওয়ামীলীগের ধর্ম বিষয়ক উপ কমিটির উদ্যোগে, জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ফারুক খান এসব কথা বলেন। বিএনপি জামায়াতের নেতৃত্বে বাংলাদেশ ব্যর্থ রাষ্ট্রের পরিণত হয়েছিল। আমরা কি আবারো ব্যর্থ রাষ্ট্রে ফেরত যেতে চাই ? তারা ক্ষমতায় এলে আমাদের দেশে যে উন্নয়ন মূলক কাজ চলছে সব বন্ধ হয়ে যাবে। ফারুক খান বলেন, আমাদের সামনে বিএনপি’র দুঃশাসনের মডেল আছে। বর্তমান আওয়ামী লীগ সরকারের ২০০৯ থেকে ২০২৩ পর্যন্ত উন্নয়নের মডেল হিসেবে বাংলাদেশকে পৃথিবীর সব অর্থনৈতিক সংস্থা স্বীকৃতি দিয়েছে।

এ দেশের শান্তিপ্রিয় মানুষ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের অগ্রগতি ও উন্নয়ন দেখেছে। তারা বিএনপি-জামায়াতের দুঃশাসন ঘৃণাভরে প্রত্যাখ্যান করে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনাতেই আস্থাশীল। তাই দেশি-বিদেশি কোন ষড়যন্ত্রকেই ভয় পায় না আওয়ামী লীগ।

১৫ আগস্ট প্রসঙ্গে ফারুক খান বলেন, বাংলাদেশের স্বাধীনতা যারা মেনে নিতে পারেনি, সেই দেশি ও আন্তর্জাতিক ষড়যন্ত্রের শিকার হয়েছেন বঙ্গবন্ধু।

সব ক্ষেত্রে বাংলাদেশ থেকে পিছিয়ে পড়া পাকিস্তান প্রসঙ্গে ফারুক খান বলেন, মুক্তিযুদ্ধের সময় এই দেশের মা-বোনদের ওপর যে পাশবিক নির্যাতন চালানো হয়েছিল, তার ফল ভোগ করছে পাকিস্তান। এটা পাকিস্তানের ওপর আল্লাহতালার গজব।

বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও ধর্ম বিষয়ক উপকমিটির চেয়ারম্যান খন্দকার গোলাম মওলা নকশেবন্দীর সভাপতিত্বে প্রধান আলোচক ছিলেন আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সিরাজুল মোস্তফা।

আলোচনা সভায় ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু আহমেদ মন্নাফী, স্বাধীনতা শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক ড. অধ্যক্ষ শাজাহান আলম সাজু, পাওয়ার সেলের মহাপরিচালক প্রকৌশলী মোহাম্মদ হোসেন, মুন্সীগঞ্জ পৌরসভার মেয়র হাজী মোহাম্মদ ফয়সাল বিপ্লব ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের সহ সভাপতি মানিক লাল ঘোষ বিশেষ অতিথির বক্তব্য দেন।

আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন ধর্ম বিষয়ক উপকমিটির সাবেক সদস্য মুফতি মাসুম বিল্লাহ নাফিয়ী, ধর্ম বিষয়ক উপকমিটির সাবেক সদস্য, শোক দিবস পালন কমিটির আহ্বায়ক, মিজানুর রহমান সরদার, যুগ্ম আহ্বায়ক আবু বক্কর সিদ্দিক রাব্বি চৌধুরী, আবু ছালেক বুলবুল মুন্সি, সদস্য সচিব হাসান মুজিবুর রহমান প্রমুখ।

বাংলাদেশ সময়: ২১:৫৬:১৯   ২৩৩ বার পঠিত  




ছবি গ্যালারি’র আরও খবর


সচিবালয়ে বেসরকারি পাস বাতিল, ঢুকতে পারবেন না সাংবাদিকরাও
বান্দরবানের লামায় অগ্নিসংযোগে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়িয়েছেন পার্বত্য উপদেষ্টা
আগামী ২ মাসের মধ্যে নতুন একাধিক রাজনৈতিক দল হবে: সারজিস আলম
সর্বোত্তম পেতে গিয়ে যেন উত্তমকে হারিয়ে না ফেলি: দেবপ্রিয়
সেন্টমার্টিনে সাগরে বিকল পর্যটকবাহী জাহাজ, পরে উদ্ধার



আর্কাইভ