শেরপুরে অনুপ্রবেশের দায়ে ভারতীয় নাগরিক আটক

প্রথম পাতা » ছবি গ্যালারি » শেরপুরে অনুপ্রবেশের দায়ে ভারতীয় নাগরিক আটক
মঙ্গলবার, ২৯ আগস্ট ২০২৩



শেরপুরে অনুপ্রবেশের দায়ে ভারতীয় নাগরিক আটক

শেরপুর জেলার ঝিনাইগাতি থানা পুলিশ সীমান্ত এলাকা থেকে অনুপ্রবেশের দায়ে ইয়া নবী (৬৫) নামে এক ভারতীয় নাগরিককে আটক করেছে। পরে তাকে সোমবার (২৮ আগস্ট) বিকেলে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

ঝিনাইগাতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভুইয়া জানায়, আটককৃত ব্যক্তি ইয়া নবীর বাড়ি ভারতের পশ্চিম বাংলার শিলিগুড়ি জেলায়। তারা বাবার নাম মৃত সওদাগর। তিনি প্রায় ৫-৬ মাস আগে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশের বিভিন্ন মাজারে ঘোরাঘুরি করে আসছিল।

তবে ঘোরাঘুরি শেষে অবস্থান করতেন ভারতের মেঘালয় সীমান্তবর্তী শেরপুর জেলার ঝিনাইগাতি উপজেলার রাংটিয়া গ্রামের শাহ্ সেকান্দর আলী মাজারে। সর্বশেষ গত রোববার বিষয়টি বাংলাদেশের গোয়েন্দা বিভাগের নজরে এলে ঝিনাইগাতি থানা পুলিশ তাকে আটক করে। এরপর প্রথমিক জিজ্ঞাসাবাদ শেষ সোমবার বিকেলে তাকে অনুপ্রবেশের দায়ে মামলা দায়ের করে আদালতে পাঠালে আদালত তাকে জেলা কারাগারে পাঠায়।

বাংলাদেশ সময়: ২০:৩৭:৫১   ৬৩ বার পঠিত  




ছবি গ্যালারি’র আরও খবর


জনগণের প্রত্যাশা পূরণে বিএনপি প্রস্তুত: গিয়াসউদ্দিন
অপরাধীদের ধরতে চাষাড়ায় সিসিটিভি ক্যামেরা স্থাপন
বিমসটেকের আনুষ্ঠানিক নৈশভোজে যোগ দিয়েছেন প্রধান উপদেষ্টা
সাতক্ষীরায় প্লাবিত এলাকায় নৌবাহিনীর জরুরি ত্রাণ ও মেডিকেল সহায়তা প্রদান
পার্বত্য চট্টগ্রামের অর্থনৈতিক উন্নয়নে সব সময় আন্তরিক সরকার : সুপ্রদীপ চাকমা



আর্কাইভ