অনুমিত হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির ২৪তম বৈঠক

প্রথম পাতা » ছবি গ্যালারি » অনুমিত হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির ২৪তম বৈঠক
সোমবার, ২৮ আগস্ট ২০২৩



অনুমিত হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির ২৪তম বৈঠক

ঢাকা, ২৮ আগস্ট, ২০২৩ : একাদশ জাতীয় সংসদের ‘অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির ২৪তম বৈঠক আজ কমিটির সভাপতি মোঃ আব্দুস শহীদ এর সভাপতিত্বে সংসদ ভবনে অনুষ্ঠিত হয়।

কমিটির সদস্য চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী, এ বি তাজুল ইসলাম, ফজলে হোসেন বাদশা, বজলুল হক হারুন, আহসান আদেলুর রহমান এবং খাদিজাতুল আনোয়ার বৈঠকে অংশগ্রহণ করেন।

বৈঠকে বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রণালয়ের অধীন সকল অধিদপ্তর, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ, বাংলাদেশ এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের চলমান প্রকল্পসমূহের উপর বিস্তারিত আলোচনা করা হয়।

সরকারী প্রকল্পে ঠিকাদারদের দ্বারা কোন প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হলে উক্ত ঠিকাদারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে গৃহীত ব্যবস্থার প্রেরিত চিঠির কপি বিভিন্ন মন্ত্রণালয়ে প্রেরণের সুপারিশ করা হয়। এছাড়া পর্যটন কর্পোরেশনের চলমান প্রকল্পমূহ নির্দিষ্ট সময়ের মাঝে সমাপ্ত করার জন্য মন্ত্রণালয়কে সুপারিশ করা হয়।

নির্মিত উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের মেরামত কাজ মুক্তিযোদ্ধা সংসদের বর্তমান কমান্ডার ও উপজেলা নির্বাহী কর্মকর্তাগণকে রাজস্ব খাত থেকে সম্পাদনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়।

বৈঠকের শুরুতে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ১৯৭৫ সালের ১৫ আগস্টে শাহাদাত বরণকারী তাঁর পরিবারের শহীদদের আত্মার শান্তি কামনা করে দাঁড়িয়ে ১ মিনিট নিরবতা পালন করা হয়।

বৈঠকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব, বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, বিভিন্ন দপ্তর সংস্থার প্রধানগণ, প্রকল্প পরিচালকগণসহ মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৫:১৩:০৫   ৫৭ বার পঠিত  




ছবি গ্যালারি’র আরও খবর


আজকের রাশিফল
আল কোরআন ও আল হাদিস
ডিক্যাব মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন তিন কূটনৈতিক প্রতিবেদক
সাভারে বন্ধ টিএমআর কারখানা চালুর নির্দেশনা উপদেষ্টার
ষড়যন্ত্রে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না : এলজিআরডি উপদেষ্টা



আর্কাইভ