বাটলারদের হারিয়ে হান্ড্রেডের চ্যাম্পিয়ন ওভাল

প্রথম পাতা » খেলা » বাটলারদের হারিয়ে হান্ড্রেডের চ্যাম্পিয়ন ওভাল
সোমবার, ২৮ আগস্ট ২০২৩



বাটলারদের হারিয়ে হান্ড্রেডের চ্যাম্পিয়ন ওভাল

অবিশ্বাস্যভাবে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে শেষ পর্যন্ত চ্যাম্পিয়নের তকমা পেয়েছে স্যাম বিলিংস বাহিনী। দ্য হান্ড্রেডে ম্যানচেস্টার অরিজিনালসকে হারিয়ে শিরোপা জিতেছে ওভাল ইনভিন্সিবলস। যেখানে টানা দুইবার ফাইনাল হারল ম্যানচেস্টার।

রোববার (২৭ আগস্ট) দ্য হান্ড্রেডের ফাইনালে মুখোমুখি হয় ম্যানচেস্টার অরিজিনালস ও ওভাল ইনভিন্সিবলস। ম্যাচটিতে ১৪ রানের জয় পায় ওভাল।

টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন ম্যানচেস্টারের দলপতি জস বাটলার। ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ১০০ বলে ৫ উইকেট হারিয়ে ১৬১ রান করে ওভাল। জবাবে ১০০ বলে ৬ উইকেটের বিনিময়ে ১৪৭ রান করে শেষ হয় ম্যানচেস্টারের ইনিংস। ওভালের পক্ষে সর্বোচ্চ ৬৭ রান করেন টম ক্যারান এবং বল হাতে সর্বোচ্চ ২ উইকেট নেন উইল জ্যাকস। আর ম্যানচেস্টারের হয়ে সর্বোচ্চ ৩৭ রান করেন ম্যাক্স হোল্ডেন, বল হাতে ২ উইকেট নেন রিচার্ড গ্লিসন।

এ দিন ৩৪ রান তুলতেই ওভালের ৫ উইকেটের পতন হয়। তাতে অল্পতেই তাদের ইনিংস শেষ হওয়ার শঙ্কা দেখা যায়। তবে জেমস নিশাম ও টম ক্যারানের ৬৫ বলে ১২৭ রানের জুটি পথ দেখায় দলকে। যদিও এই লক্ষ্য আগের দিনের ২০১ রান করা ম্যানচেস্টারের সামনে মামুলি মনে হয়। কিন্তু ব্যাটিংয়ে নেমে একের পর এক উইকেট হারিয়ে দলটি খেই হারিয়ে ফেলে। শেষ পর্যন্ত ১৪ রানের হার নিয়ে মাঠ ছাড়ে দলটি।

এর আগে ২০২২ সালে ট্রেন্ট রকেটের বিপক্ষে ম্যানচেস্টার হেরেছিল মাত্র ২ উইকেটে। সেবারও চরম নাটকীয়তা জমে উঠেছিল ফাইনাল ম্যাচে। শেষ ওভারে এসে মাত্র ২ বল ও ২ উইকেট হাতে রেখে জয় তুলে নিয়েছিল ট্রেন্ট।

বাংলাদেশ সময়: ১২:৫৭:০৭   ৪০ বার পঠিত  




খেলা’র আরও খবর


২০২৫ সালে আর্জেন্টিনার সূচি
১৮ বছর পর ঘরের মাঠে অ্যাতলেটিকোর কাছে হারলো বার্সেলোনা
ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করে ইতিহাস গড়ল বাংলাদেশ
পাচুকাকে হারিয়ে ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ
অর্ধযুগ পর ক্যারিবিয়ানদের বিপক্ষে টাইগারদের সিরিজ জয়



আর্কাইভ