সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ বলেছেন, গণতান্ত্রিক ধারাকে নস্যাৎ করে ক্ষমতা দখল করার স্বপ্ন অলীক ও অবান্তর। শেখ হাসিনাকে ক্ষমতা থেকে টেনে নামানো যাবেনা। দেশের ১৭ কোটি জনগণ শেখ হাসিনার পক্ষে রয়েছে।
মন্ত্রী আজ, রাজধানীর মতিঝিলস্থ রুপালী ব্যাংক লিমিটেডের সম্মেলন কক্ষে বঙ্গবন্ধু পরিষদ, রুপালী ব্যাংক লিমিটেড কর্তৃক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
বঙ্গবন্ধু পরিষদ, রুপালী ব্যাংক লিমিটেডের সভাপতি মোঃ সুজাত আল জাকারিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু কেন্দ্রীয় পরিষদের সভাপতি (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক, বঙ্গবন্ধু পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অধ্যাপক আ ব ম ফারুক, রুপালী ব্যাংক লি. পরিচালনা পর্ষদের চেয়ারম্যান কাজী ছানাউল হক ও রুপালী ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ জাহাঙ্গীর।
মন্ত্রী বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে শেখ হাসিনাকে বিজয়ী করতে হবে। দেশের উন্নয়নের গতি ধরে রাখতে তাঁকে পুনরায় নির্বাচিত করতে হবে।
বাংলাদেশ সময়: ২৩:২৩:৫২ ৪৫ বার পঠিত