গাজীপুর মহানগরের পূবাইল থানাধীন ৩৯নং ওয়ার্ডের হায়দারাবাদ এলাকায় ডাকাতি করার প্রস্তুতি নিচ্ছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শনিবার দিবাগত রাতে অস্ত্রসহ ৪ জনকে আটক করেছে পুলিশ।
এ সময় তাদের কাছ থেকে একটি সুইচ গিয়া ও একটি কাটার জব্দ করা হয়।
আটককৃতরা হলেন- মো. ইসমাইল হোসেন (২২), ইফতেখার ইমন (২১), মো. নাহিদ হাসান (২২) ও লিটন মিয়া (৩১)।
পূবাইল থানার ওসি শফিকুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি ৪ যুবক ডাকাতি করার প্রস্তুতি নিচ্ছে। এ সময় অভিযান চালিয়ে তাদেরকে হাতেনাতে আটক করা হয়। এ ব্যাপারে পূবাইল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৬:১৮:৫০ ৫২ বার পঠিত