ভারতের সংসদ ভবনে দেখানো হবে সানি-আমিশার ‘গদর ২’

প্রথম পাতা » ছবি গ্যালারি » ভারতের সংসদ ভবনে দেখানো হবে সানি-আমিশার ‘গদর ২’
শুক্রবার, ২৫ আগস্ট ২০২৩



---

সানি দেওল ও আমিশা প্যাটেল অভিনীত ‘গদর-২’ সিনেমার জন্য নয়া ঘোষণা। গড়তে চলেছে ইতিহাস। ভারতের লোকসভার নতুন সংসদ ভবনে আগামী তিন দিন ধরে দেখানো হবে সিনেমাটি।

সানি দেওল একজন সংসদ সদস্য। গুরুদাসপুরের বিজেপি সাংসদ তিনি। সহকর্মী অন্য সংসদ সদস্যদের অনুরোধেই নাকি লোকসভায় ‘গদর ২’ দেখানো হবে।

ভারতীয় সংবাদমাধ্যমের খবর, ‘গদর-২’র অন্যতম প্রযোজক জি স্টুডিওকে সিনেমাটি নতুন লোকসভা ভবনে প্রদর্শনের জন্য অনুরোধ জানানো হয়েছে। তাই সিনেমাটি প্রদর্শনের জন্য মোট পাঁচটি শোয়ের আয়োজন করা হয়েছে।

এই প্রথমবারের জন্য লোকসভায় এবং নতুন সংসদ ভবনে কোনো ছবি প্রদর্শিত হবে। সেই কারণেই ‘গদর-২’র জন্য এটা একটা ঐতিহাসিক মুহূর্ত বলেই মনে করা হচ্ছে। সিনেমাটি পরিচালনা করেছেন অনিল শর্মা।

এদিকে সম্প্রতি ‘গদর ২’ বক্স অফিসে জমিয়ে ব্যবসা করছে। একের পর এক রেকর্ড ভাঙছে। ইতোমধ্যে ভারতের বক্স অফিসে ৪০০ কোটি টাকার ব্যবসা করে ফেলেছে সিনেমাটি। চলতি বছরের ব্লকবাস্টার ‘পাঠান’কেও ছাপিয়ে যেতে পারে ‘গদর-২’।

গত ১১ আগস্ট মুক্তি পেয়েছে সানি-আমিশার ‘গদর ২’। দুই সপ্তাহ পার করে ফেলেছে সেটি। ছবির মোট আয় ৪১৯ কোটি টাকা। সিনেমার লক্ষ্য, ৫০০ কোটির ক্লাবে ঢুকে পড়া। সানি দেওল ও আমিশার ক্যারিয়ারের সবচেয়ে বেশি করা সিনেমা এটি।

বাংলাদেশ সময়: ১৭:৩৫:১২   ৫৩ বার পঠিত  




ছবি গ্যালারি’র আরও খবর


ডিক্যাব মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন তিন কূটনৈতিক প্রতিবেদক
সাভারে বন্ধ টিএমআর কারখানা চালুর নির্দেশনা উপদেষ্টার
ষড়যন্ত্রে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না : এলজিআরডি উপদেষ্টা
নতুন বছরে যে পাঁচটি সিরিজ অবশ্যই দেখবেন
সিলেটে কোটি টাকার ভারতীয় কাপড় ও মদ জব্দ করেছে বিজিবি



আর্কাইভ