‘বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে দেশের সেবায় নিয়োজিত হতে হবে’

প্রথম পাতা » ছবি গ্যালারি » ‘বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে দেশের সেবায় নিয়োজিত হতে হবে’
শুক্রবার, ২৫ আগস্ট ২০২৩



‘বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে দেশের সেবায় নিয়োজিত হতে হবে’

ছাত্রলীগের নেতাকর্মীদের বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে দেশ মাতৃকার সেবায় নিয়োজিত করতে আহ্বান জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।
গুগল নিউজে ফলো করুন আরটিভি অনলাইন

শুক্রবার (২৫ আগস্ট) নওগাঁ জেলা ছাত্রলীগের বিশেষ বর্ধিত সভায় এসব কথা বলেন তিনি।

খাদ্যমন্ত্রী বলেন, বাংলাদেশ ছাত্রলীগ শিক্ষার অধিকার রক্ষার পাশাপাশি রাজনৈতিক ও সামাজিক স্বার্থ সুরক্ষায় অনবদ্য ভূমিকা পালন করে আসছে।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের প্রতি শ্রদ্ধা জানিয়ে আগামী ১ সেপ্টেম্বর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে ছাত্রলীগের সমাবেশ সফল করতে এই সভার আয়োজন করা হয়।

জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে সভার আয়োজন করে নওগাঁ জেলা ছাত্রলীগ। সভায় প্রধান অতিথি ছিলেন খাদ্যমন্ত্রী ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাধন চন্দ্র মজুমদার।

সভায় জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল মালেক, সহসভাপতি আব্দুল খালেক, সাবেক সংসদ সদস্য শাহীন মনোয়ারা হক, আত্রাই-রাণীনগরের সংসদ সদস্য আনোয়ার হোসেন হেলাল, জেলা ছাত্রলীগের সভাপতি সাব্বির রহমান রেজভি এবং সাধারণ সম্পাদক আমানুজ্জামান সিউল প্রমুখ বক্তব্য রাখেন।

বাংলাদেশ সময়: ১৭:৩১:২৮   ৬৪ বার পঠিত  




ছবি গ্যালারি’র আরও খবর


সাতক্ষীরায় ভেজাল দুধ ও ঘিসহ আটক
মানবপাচারে জড়িতদের জবাবদিহির জন্য শক্তিশালী আইনি কাঠামো প্রতিষ্ঠা করা হয়েছে : স্বরাষ্ট্র উপদেষ্টা
উখিয়ায় দুপক্ষের সংঘর্ষে মসজিদের খতিবসহ নিহত ৩
সম্ভাব্য মার্কিন হামলা নিয়ে আরব দেশগুলোকে ইরানের হুঁশিয়ারি
কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা চাকরিচ্যুত বিডিআর সদস্যদের



আর্কাইভ