নাটোরে আন্তঃজেলা মোটরসাইকেল চোরচক্রের ৮ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।
এ সময় চুরি হওয়া ১৬টি মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ।
আজ শুক্রবার সকাল ১০টায় নাটোর পুলিশ লাইন্সে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ সুপার (এসপি) মো. তারিকুল ইসলাম।
গ্রেফতারকৃতরা হচ্ছে- বগুড়া জেলার গাবতলী থানার পুরাদহ এলাকার বাদশা সরকারের ছেলে মো. দুলাল মিয়া (৩৯), টাঙ্গাইল জেলার ভূয়াপুর থানার পাখাইলকান্দি এলাকার মৃত মোজাফফর আলীর ছেলে মো. আইয়ুব আলী (৪৫), পাবনা জেলার আমিনপুর থানার সৈয়দপুর এলাকার হিরু খানের ছেলে মো. শামীম খান (২০), পাবনা জেলার আমিনপুর থানার কালিনগর এলাকার মৃত এরশাদ আলীর ছেলে মো. নাছির উদ্দিন (২৬), রাজশাহী জেলার এয়ারপোর্ট বাইয়া এলাকার মো. শামীম বাবুর ছেলে মো. আল-আমিন ইসলাম (২৭), পাবনা জেলার বেড়া থানার পূর্ব শ্রীকন্ঠদিয়া এলাকার মো. সোলেমান শেখের ছেলে মো. খবির শেখ (২২), সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর থানার বাতিয়া এলাকার আব্দুল জলিল মন্ডলের ছেলে মো. বাচ্চু মিয়া (৫৩) এবং পাবনা জেলার আতাইকুলা থানার চুলকাটা এলাকার মিনহাজ উদ্দিনের ছেলে মো: জিয়াম হোসেন জিম (২০)।
পুলিশ সুপার মো.তারিকুল ইসলাম জানান, নাটোর জেলার সিংড়া উপজেলার সিংড়াপাড়া গ্রামের মো. ওসমান গণির একটি ডিসকভার মোটরসাইকেল চুরি হলে সিংড়া থানায় অজ্ঞাতনামা চোরের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। এঘটনায় পুলিশের একটি দল চোরাই মোটরসাইকেল উদ্ধার এবং জড়িতদের গ্রেফতারের জন্য কাজ শুরু করে।
পরে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার বাতিয়া গ্রাম থেকে মামলার চোরাই মোটরসাইকেল উদ্ধার করে পুলিশ। গ্রেফতারকৃত আসামিদের জিজ্ঞাসাবাদে এবং তাদের তথ্যানুয়ায়ী সিরাজগঞ্জ ও পাবনা জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আরও ১৫টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়।
বাংলাদেশ সময়: ১৭:২৮:৫০ ৪৫ বার পঠিত