গোপালগঞ্জে আজ বংলাদেশ ব্যাংকের আর্থিক সাক্ষরতা কার্যক্রম বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হযেছে।
বৃহস্পতিবার বেলা ১১ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত গোপালগঞ্জ শহরের স্বর্ণকলি উচ্চ বিদ্যালয়ে পূবালী ব্যাংক লিমিটেডের গোপালগঞ্জ শাখা এ আলোচনা সভার আয়োজন করে।
এতে প্রধান অতিথি বক্তব্য রাখেন ব্যাংকের ফরিদপুর অঞ্চলের প্রধান ও ডিজিএম মোহাম্মদ হাফিজুর রহমান সরদার।
আয়োজক ব্যাংকের শাখা ব্যবস্থাপক মো. শাহ আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় স্বর্ণ কলি উচ্চ বিদ্যালয়েরর প্রধান শিক্ষক মাহে আলম, স্কুল ম্যানেজিং কমিটির সদস্য মাহাবুর রহমান মহি, শিক্ষার্থী মৃণাল সিকদার, কাজী সামি, জ্যোতি মজুমদার প্রমুখ বক্তব্য রাখেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পূবালী ব্যাংক লিমিটেড গোপালগঞ্জ শাখার অপারেশন ম্যানেজার বিকাশ মন্ডল।
পরে শিক্ষার্থীদের মধ্যে পেন্সিল বক্স, কলম ও উপহার সামগ্রী বিতরণ করা হয় ।
বাংলাদেশ সময়: ১৫:৪৭:৫০ ৪৬ বার পঠিত