পাকিস্তানে ফের ভয়াবহ বন্যা, নিহত ১৭৫

প্রথম পাতা » আন্তর্জাতিক » পাকিস্তানে ফের ভয়াবহ বন্যা, নিহত ১৭৫
বৃহস্পতিবার, ২৪ আগস্ট ২০২৩



পাকিস্তানে ফের ভয়াবহ বন্যা, নিহত ১৭৫

পাকিস্তানের পূর্ব পাঞ্জাবের বিস্তীর্ণ এলাকা বন্যার পানিতে তলিয়ে গেছে। এখন পর্যন্ত লক্ষাধিক মানুষকে উদ্ধার করা হয়েছে।

পাঞ্জাব প্রদেশের জরুরি পরিষেবা বিভাগের মুখপাত্র ফারুক আহমেদ জানিয়েছেন, উদ্ধারকারী নৌকা গ্রামে গ্রামে গিয়ে মানুষকে উদ্ধার করছে। এখন পর্যন্ত এক লাখের বেশি মানুষকে উদ্ধার করা হয়েছে।

পাকিস্তানের প্রধান আবহাওয়াবিদ মুহাম্মদ আসলাম বলেছেন, গত ৩৫ বছরে নদীর পানিরস্তর এতটা বাড়েনি।

পাকিস্তানের বিপর্যয় মোকাবিলা সংস্থার পক্ষ থেকে বলা হয়েছে, আগামী দিনে বন্যার পানি আরো বাড়তে পারে। গত জুন মাস থেকে শুরু হওয়া বন্যায় এখনো পর্যন্ত ১৭৫ জনের বেশি মানুষ মারা গেছেন।

রোববার শতদ্রু নদীর পানি অনেক এলাকা ভেসে গেছে। কয়েকশ গ্রাম ও কয়েক হাজার হেক্টর জমি তলিয়ে গেছে।

পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মহসিন নাকভি বলেছেন, ভারতের পাঞ্জাবে বাঁধ দিয়ে শতদ্রু নদীতে পানি ছাড়া হয়েছে। তার ফলে এই বন্যা সৃষ্টি হয়েছে। শতদ্রু ভারত ও পাকিস্তান দুই দেশের মধ্যে দিয়েই বইছে।

উল্লেখ্য, ২০২২ সালে পাকিস্তানে ভয়ংকর বন্যা হয়েছিল। তিন কোটি ৩০ লাখ মানুষ তাতে ক্ষতিগ্রস্ত হয়েছিলেন। এক হাজার ৭৩৯ জন ক্ষতিগ্রস্ত হয়েছিলেন। তিন হাজার কোটি ডলারের ক্ষতি হয়েছিল।

বাংলাদেশ সময়: ১৫:৩৪:৩৪   ৪৪ বার পঠিত  




আন্তর্জাতিক’র আরও খবর


কাজাখস্তানে যাত্রীবাহী বিমান বিধ্বস্ত
গাজায় জিম্মিদের মুক্তি আলোচনায় উন্নতি হচ্ছে : নেতানিয়াহু
মালদ্বীপের সঙ্গে বন্দি বিনিময় চুক্তি চূড়ান্ত পর্যায়ে: হাইকমিশনার
ইউক্রেনে ‘ধ্বংসযজ্ঞ’ চালানোর হুমকি পুতিনের
পানামা খাল দখলের হুমকি ট্রাম্পের, ভর্ৎসনা পানামার প্রেসিডেন্টের



আর্কাইভ