গোলরক্ষক মার্ক-আন্দ্রে টার স্টেগানের সাথে চুক্তির দ্বারপ্রান্তে পৌঁছেছে বার্সেলোনা। স্প্যানিশ গণমাধ্যম ডিয়ারিও স্পোর্ট-এ প্রকাশিত এক রিপোর্টে এ কথা বলা হয়েছে।
টার স্টেগানের সাথে বার্সেলোনার বর্তমান চুক্তির মেয়াদ ২০২৫ সালে শেষ হচ্ছে। জার্মান এই গোলরক্ষকের সাথে আগামী পাঁচ বছরের জন্য চুক্তি নবায়ন করতে ইচ্ছুক বর্তমান স্প্যানিশ চ্যাম্পিয়নরা।
লা লিগার ট্রান্সফার আইনানুযায়ী বার্সেলোনা তাদের নতুন আসা সব খেলোয়াড়দের সাথে এখনো রেজিষ্ট্রেশন সম্পন্ন করতে পারেনি। একইসাথে ক্লাবের থেকে কিছু খেলোয়াড়কে ছাঁটাইও করতে হচ্ছে। এখনো পর্যন্ত মার্কোস আলনসো, ইনাকি পেনা ও ইনিগো মার্টিনেজের সাথে রেজিষ্ট্রেশন সম্পন্ন হয়নি।
৩১ বছর বয়সী টার স্টেগান ২০২০ সালে যখন নতুন চুক্তিতে স্বাক্ষর করেছিলেন তখন তার চুক্তি নিয়েও একই সমস্যা দেখা দিয়েছিল। করোনা মহামারীর সময় বার্সেলোনার আর্থিক ক্ষতির বিষয়টি তখন সামনে চলে এসেছিল। ২০১৪ সালে বরুসিয়া মনচেনগ্ল্যাডবাচ থেকে আসার পর এনিয়ে ১০ম মৌসুমে কাতালানদের হয়ে খেলছেন এই জার্মান গোলরক্ষক। এই সময়ের মধ্যে বার্সেলোনার হয়ে খেলেছেন ৩৭৯টি ম্যাচ, পাঁচটি লা লিগা, পাঁচটি কোপা ডেল রে ও একটি চ্যাম্পিয়ন্স লিগ শিরোপাসহ জিতেছেন ১৫টি ট্রফি।
নতুন চুক্তির সবকিছু সম্পন্ন হলে বার্সেলোনার হয়ে টার স্টেগানের ১৪ বছর খেলার সুযোগ হবে। এর মাধ্যমে গোলরক্ষক হিসেবে সাবেক ভিক্টর ভালদেসের রেকর্ড ম্যাচ সংখ্যার কাছাকাছি হয়তো তিনি পৌঁছাতে পারবেন। বার্সেলোনার জার্সি গায়ে সর্বোচ্চ ম্যাচ খেলার তালিকায় গোলরক্ষক হিসেবে টার স্টেগান বর্তমানে চতুর্থ স্থানে রয়েছেন। এই তালিকায় ৫৩৬ ম্যাচ খেলে শীর্ষে রয়েছে ভালদেস। তার পরের দুই অবস্থানে রয়েছেন যথাক্রমে আন্ডোনি জুবিজারেটা (৪১০) ও এ্যান্টনি রামালেটস (৩৮৪)।
চার বছর পর গত লা লিগায় বার্সার শিরোপার জয়ের পিছনে টার স্টেগানের গুরুত্বপূর্ন অবদান ছিল। ২৬টি ম্যাচে তিনি কোন গোল হজম করেননি। এবারের মৌসুমে ইতোমধ্যেই দুই ম্যাচে বার্সেলোনাকে গোল হজম করতে দেননি। এর মধ্যে গত সপ্তাহে কাডিজের বিরুদ্ধে দুর্দান্ত পারফরমেন্স করেছেন। সহ-অধিনায়ক হিসেবে বার্সেলোনার বর্তমান স্কোয়াডে অন্যতম প্রভাবশালী খেলোয়াড় হিসেবে তাকে বিবেচনা করা হয়।
চ্যাম্পিয়ন্স লিগে বার্সেলোনার ব্যর্থতাকে কাটিয়ে এবার শিরোপা জেতার আশা করছেন টার স্টেগান। একইসাথে জার্মান জাতীয় দলের হয়ে ২০২৪ ইউরো চ্যাম্পিয়নশীপের শিরোপায় চোখ রয়েছে তার।
বাংলাদেশ সময়: ১৫:২৪:২৫ ৪৫ বার পঠিত