টেকনাফে এক লাখ ৭০ হাজার ইয়াবা উদ্ধার

প্রথম পাতা » ছবি গ্যালারি » টেকনাফে এক লাখ ৭০ হাজার ইয়াবা উদ্ধার
বুধবার, ১০ মে ২০২৩



টেকনাফে এক লাখ ৭০ হাজার ইয়াবা উদ্ধার

কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবরাং এলাকা থেকে এক লাখ ৭০ হাজার ইয়াবা উদ্ধার করেছে বিজিবি।

মঙ্গলবার (৯ মে) রাতে উপজেলার সাবরাং শেয়ারী ঘের এলাকা থেকে ইয়াবাগুলো উদ্ধার করা হয়।

টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. মহিউদ্দিন আহমেদ গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেছেন৷

তিনি বলেন, মিয়ানমার থেকে মাদকের বড় একটি চালান পাচারের গোপন সংবাদে বিজিবির সদস্যরা সাবরাং শেয়ারী ঘের এলাকায় অভিযান চালায়। এসময় রাত নয়টার দিকে লবণের মাঠের আইলে আঁড় নিয়ে বিজিবির চৌকস দল দুইজন ব্যক্তিকে দুটি মাদকের পোটলা হাতে নিয়ে বেড়িবাঁধের দিকে আসতে দেখে। পরে বিজিবির সদস্যরা তাদের সন্দেহজনক পরিলক্ষিত হওয়ায় টহলদল তাদের চ্যালেঞ্জ করেন। পাচারকারীরা দূর থেকে বিজিবির উপস্থিতি বুঝতে পেরে কাঁধে থাকা মাদকের পোটলাগুলো ফেলে রাতের অন্ধকারের সুযোগে পার্শ্ববর্তী গ্রামের দিকে পালিয়ে যায়। পরে পাচারকারীদের ফেলে যাওয়া ওই পোটলা দুটি তল্লাশি করে এক লাখ ৭০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।

মহিউদ্দিন আহমেদ আরও বলেন, চোরাকারবারীদের আটক করার জন্যে ওই এলাকা ও পার্শ্ববর্তী জায়গায় মঙ্গলবার রাত দশটা পর্যন্ত অভিযান পরিচালনা করা হলেও কোনো মাদক কারবারি কিংবা তাদের কোনো সহযোগীকে আটক করা সম্ভব হয়নি। তবে চোরাকারবারীদের আটকের জন্য ব্যাটালিয়নের গোয়েন্দা কার্যক্রম চলমান রয়েছে বলে জানিয়েছেন বিজিবির এই কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১০:৫৮:৫৬   ৫১ বার পঠিত  




ছবি গ্যালারি’র আরও খবর


সন্তানদের ভালো পরামর্শ দিন: গিয়াসউদ্দিন
গাজায় জিম্মিদের মুক্তি আলোচনায় উন্নতি হচ্ছে : নেতানিয়াহু
দুর্নীতি ও প্রহসনমুক্ত বাংলাদেশ গড়া হবে: জামায়াত আমির
নাটোরে গ্রাম পুলিশ বাহিনীর বুনিয়াদি প্রশিক্ষণ সমাপ্ত
রাজনৈতিক দলগুলো নির্বাচন নিয়ে অধৈর্য: উপদেষ্টা আসিফ



আর্কাইভ