লালমোহনে জেলা প্রশাসকের মতবিনিময় সভা

প্রথম পাতা » ছবি গ্যালারি » লালমোহনে জেলা প্রশাসকের মতবিনিময় সভা
মঙ্গলবার, ২২ আগস্ট ২০২৩



লালমোহনে জেলা প্রশাসকের মতবিনিময় সভা

ভোলা জেলা প্রশাসক আরিফুজ্জামানের সঙ্গে লালমোহন উপজেলার সরকারি কর্মকর্তা, রাজনৈতিক-সামাজিক ব্যক্তি, গণমান্য ও সুধিজনদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকালে লালমোহন উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভোলা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন।

এ সময় লালমোহনে শিক্ষা, স্বাস্থ্যের মানোন্নয়নসহ নানা বিষয়ে মতামত প্রকাশ ও জেলা প্রশাসকের সার্বিক সহযোগিতা চেয়ে বক্তব্য রাখেন উপস্থিতরা এবং সকল কাজে উপস্থিতিদের সহযোগিতা কামনা করেন জেলা প্রশাসক আরিফুজ্জামান।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অনামিকা নজরুলের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াসউদ্দিন আহমদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমনসহ পৌরসভার কাউন্সিলর, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান-মেম্বার ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা।

বাংলাদেশ সময়: ১৬:০২:৫৬   ৬০ বার পঠিত  




ছবি গ্যালারি’র আরও খবর


আজকের রাশিফল
আল কোরআন ও আল হাদিস
ইহকাল ও পরকালের কল্যাণের জন্য শিক্ষা গ্রহন করতে হবে - মুহাম্মদ গিয়াসউদ্দিন
নির্বাচন নিয়ে টালবাহানা দেশের মানুষ মানবে না: টিপু
রাঙ্গামাটিতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী নারীদের কৃষি ও হস্ত শিল্পের প্রদর্শনী



আর্কাইভ