ব্রিটিশ আদালতকে প্রভাবিত করার চেষ্টা ইসরাইলের

প্রথম পাতা » আন্তর্জাতিক » ব্রিটিশ আদালতকে প্রভাবিত করার চেষ্টা ইসরাইলের
মঙ্গলবার, ২২ আগস্ট ২০২৩



ব্রিটিশ আদালতকে প্রভাবিত করার চেষ্টা ইসরাইলের

ফিলিস্তিনিদের ফাঁসাতে ব্রিটিশ আদালতকে প্রভাবিত করার চেষ্টার অভিযোগ উঠেছে ইসরাইলের বিরুদ্ধে। সম্প্রতি ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের অনুসন্ধানে উঠে এসেছে এমন চাঞ্চল্যকর তথ্য।

এক প্রতিবেদনে বলা হয়, ফিলিস্তিনপন্থী অ্যাকটিভিস্টদের সংগঠন প্যালেস্টাইন অ্যাকশনের বিরুদ্ধে দায়ের হওয়া মামলায় ব্রিটিশ আদালতকে প্রভাবিত করেছে নেতানিয়াহু প্রশাসন। এ অবস্থায় সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন সংগঠনটির আইনজীবীরা।

বহুজাতিক অস্ত্র ব্যবসার বিরুদ্ধে গড়ে ওঠা ফিলিস্তিনপন্থী অ্যাকটিভিস্টদের সংগঠন ‘প্যালেস্টাইন অ্যাকশন’। যুক্তরাজ্যে সক্রিয় এই সংগঠনটি বিভিন্ন সময় দেশটিতে থাকা ইসরাইলি অস্ত্র কারখানাগুলোয় প্রায়ই বিক্ষোভ করে। সম্প্রতি নাকবা দিবসে যুক্তরাজ্যের নিউক্যাসলে ইসরাইলি অস্ত্র প্রস্তুতকারক প্রতিষ্ঠান রাফায়েলের মালিকানাধীন পিয়ারসন ইঞ্জিনিয়ারিংয়ের ছাদে বিক্ষোভ করে সংগঠনটি। আর এতে বিক্ষোভে অংশ নেয়া সদস্যদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।

এবার ঐ মামলা নিয়েই চাঞ্চল্যকর নথি ফাঁস করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান। মামলায় যুক্তরাজ্যের আদালতে ইসরাইলি দূতাবাস হস্তক্ষেপ করার চেষ্টা করে বলে উঠে এসেছে গার্ডিয়ানের প্রতিবেদনে। এতে বলা হয়, ফিলিস্তিনি বংশোদ্ভুত নাগরিক ও অভিবাসীদের ফাঁসাতে, ব্রিটিশ অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের পরিচালক ডগলাস উইলসনকে চাপ প্রয়োগ করেছিলো ইসরাইলি দূতাবাস।

গার্ডিয়ান বলছে, এ বিষয়ে জানতে চাইলে ইসরাইলি দূতাবাসের মুখপাত্র জানান, তেলআবিব কোনোভাবেই ব্রিটিশ আইনি প্রক্রিয়ায় হস্তক্ষেপ করে না। তবে সংগঠনটির বিক্ষোভ সংক্রান্ত মামলাগুলো নিয়ে সুষ্ঠু তদন্তের আহ্বান জানিয়েছেন প্যালেস্টাইন অ্যাকশনের আইনজীবীরা।

বাংলাদেশ সময়: ১১:৪০:৩২   ৬০ বার পঠিত  




আন্তর্জাতিক’র আরও খবর


কাজাখস্তানে যাত্রীবাহী বিমান বিধ্বস্ত
গাজায় জিম্মিদের মুক্তি আলোচনায় উন্নতি হচ্ছে : নেতানিয়াহু
মালদ্বীপের সঙ্গে বন্দি বিনিময় চুক্তি চূড়ান্ত পর্যায়ে: হাইকমিশনার
ইউক্রেনে ‘ধ্বংসযজ্ঞ’ চালানোর হুমকি পুতিনের
পানামা খাল দখলের হুমকি ট্রাম্পের, ভর্ৎসনা পানামার প্রেসিডেন্টের



আর্কাইভ