ফাইনাল জেতায় রিয়াল খুব ভালো: কোর্তোয়া

প্রথম পাতা » খেলা » ফাইনাল জেতায় রিয়াল খুব ভালো: কোর্তোয়া
বুধবার, ১০ মে ২০২৩



ফাইনাল জেতায় রিয়াল খুব ভালো: কোর্তোয়া

চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের প্রথম লেগ শেষে অলিখিত ফাইনালের মুখোমুখি হয়েছে ম্যানচেস্টার সিটি ও রিয়াল মাদ্রিদ। সে লক্ষ্য নিয়েই আগামী দ্বিতীয় লেগে মাঠে নামবে দুদল। তবে ম্যাচটি এগিয়ে থাকবে রিয়াল মাদ্রিদ বলে মত দিয়েছেন দলটির গোলরক্ষক থিবো কোর্তোয়া।

আগামী ১৭ মে (বুধবার) দিবাগত রাত ১টায় চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের দ্বিতীয় লেগে মাঠে নামবে রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার সিটি। প্রথম লেগে দুদল ১-১ গোলে ড্র করেছে।

রিয়াল গোলরক্ষক কোর্তোয়া বলেন, ‘খেলার কোনো কিছুই এখনও নির্ধারিত হয়নি। আগামী ম্যাচটি হবে ফাইনালের মতো। আপনাকে মনে রাখতে হবে, রিয়াল কিন্তু ফাইনালে সবসময় এগিয়ে থাকে। আশা করি ম্যাচটি জিতে আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারব।’

প্রথম লেগ নিয়ে তারকা মিডফিল্ডার লুকা মদ্রিচ বলেন, ‘এখনও কোনো ফল আসেনি বলে আমি মনে করি। সবকিছুই আগের মতো রয়েছে। দুদল তেমন সুবিধা পায়নি প্রথম ম্যাচ থেকে। ফলে দ্বিতীয় ম্যাচে সবার জন্য সুযোগ রয়েছে। আমি বলব, এখনও অর্ধেক-অর্ধেক সুযোগ রয়েছে।’

এ দিকে দলটির কোচ কার্লো আনচেলত্তি আগামী ম্যাচে ঘুরে দাঁড়ানোর কথা বলেছেন। তিনি বলেন, ‘দল খুব ভালো খেলেছে। আমার তো দারুণ লেগেছে। আমি খুশি হয়েছি এবং পরের ম্যাচে শক্তভাবে ঘুরে দাঁড়ানোর অনুপ্রেরণা পেয়েছি প্রথম ম্যাচ থেকে। তবে সে জন্য শান্ত থাকতে হবে।’

অন্য দিকে সিটির কোচ পেপ গার্দিওলা বলেন, ‘ম্যাচটি অদ্ভুত ছিল। যখন আমরা ভালো খেলেছি রিয়াল গোল করেছে। আবার রিয়াল যখন ভালো খেলল, তখন আমরা গোল পেয়েছি। তবে প্রত্যেকের সংগ্রাম করতে হয়েছে। পরের ম্যাচটি আমরা ঘরের মাঠে ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে খেলব।’

বাংলাদেশ সময়: ১০:২৬:২৫   ৭৮ বার পঠিত  




খেলা’র আরও খবর


২০২৫ সালে আর্জেন্টিনার সূচি
১৮ বছর পর ঘরের মাঠে অ্যাতলেটিকোর কাছে হারলো বার্সেলোনা
ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করে ইতিহাস গড়ল বাংলাদেশ
পাচুকাকে হারিয়ে ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ
অর্ধযুগ পর ক্যারিবিয়ানদের বিপক্ষে টাইগারদের সিরিজ জয়



আর্কাইভ