আলোচিত জহির হত্যা মামলার পলাতক আসামি মানিক হাওলাদারকে (৩৬) গ্রেপ্তার করেছে র্যাব।
শনিবার (১৯ আগস্ট) রাতে রাজধানীর তেজগাঁও এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
র্যাব-৩-এর সিনিয়র সহকারী পুলিশ সুপার ফারজানা হক এ তথ্য জানান।
২০০৯ সালে গুলশান থানায় হত্যা মামলাসহ বনানী থানায় মানিকের নামে তিনটি মাদক ও মারামারি মামলা রয়েছে। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে জহির হত্যার ঘটনায় ২০২৩ সালে তার নামে গ্রেপ্তারি ওয়ারেন্ট জারি করেন আদালত।
গ্রেপ্তার মানিক এলাকায় আধিপত্য বিস্তার করে চুরি, ডাকাতি, খুন, হত্যা, গুমসহ, চাঁদাবাজি, টেন্ডার বাজিসহ বিভিন্ন অপকর্মের সঙ্গে জড়িত ছিল।
ফারজানা হক জানান, মানিক দীর্ঘদিনের পলাতক আসামি। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১১:৪৪:০৬ ৪৯ বার পঠিত