মাগুরা পৌরসভার পারনান্দুয়ালী পল্লীবিদ্যুৎ অফিসের পাশ থেকে কার্টনের ভেতর কাপড়ে মোড়ানো এক ছেলে নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (০৯ মে) দুপুর ১২টার দিকে মাগুরা-ফরিদপুর মহাসড়কের পাশে কার্টনের ভেতর কাপড়ে মোড়ানো অবস্থায় তাকে উদ্ধার করা হয়।
মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেকেন্দার আলী জানান, কার্টনের ভেতর কাপড়ে মোড়ানো একটি নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। কে বা কারা মরদেহটি রাস্তার পাশে ফেলে চলে গেছে তা এখনও জানা যায়নি। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে পাঠানো হয়েছে। পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
বাংলাদেশ সময়: ১৬:৩২:৪৬ ৫৪ বার পঠিত