রংপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪ দোকান পুড়ে ছাই

প্রথম পাতা » ছবি গ্যালারি » রংপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪ দোকান পুড়ে ছাই
শনিবার, ১৯ আগস্ট ২০২৩



রংপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪ দোকান পুড়ে ছাই

রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার বড়বালা ইউনিয়নের কেশবপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে।

শুক্রবার (১৮ আগস্ট) দিবাগত রাত ৩টায় শর্টসার্কিট থেকে এ ঘটনা ঘটে।

যনা যায়, কেশবপুর বাজারে বেলালের দোকানে রাত ৩টার দিকে আগুন জ্বলতে দেখে স্থানীয়রা মিঠাপুকুর ফায়ার সার্ভিসকে খবর দেন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় মিঠাপুকুর ফায়ার সার্ভিস। এর আগেই এলাকাবাসীর সহায়তায় আগুন অনেকাংশে নেভানো হয় । পরে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আধা ঘণ্টার চেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে বেলাল কসমেটিকস, আরিফুল ভ্যারাইটি স্টোর ও মামুন কম্পিউটারসহ চারটি দোকান পুড়ে ছাই হয়ে যায়।

প্রত্যক্ষদর্শী কামরু মিয়া বলেন, ‘আমি এই বাজারে হোটেলে কাজ করি। প্রতিদিনের মতো সব কাজ শেষ করে ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিলাম। এমন সময় আওয়াজ শুনতে পেয়ে বাইরে এসে দেখি বেলালের দোকানে আগুন লেগেছে। পরে সবাইকে ডেকে এবং এলাকাবাসীর সহায়তায় আগুন নেভানোর চেষ্টা করি।’

এ বিষয়ে বেলাল কসমেটিকস-এর স্বত্বাধিকারী বেলাল হোসাইনের খালু আমিরুল ইসলাম বলেন,“ছোটবেলায় বাবাকে হারিয়েছে বেলাল। তার মা ঢাকায় একটি পোশাক কারখানায় কাজ করেন। বিভিন্ন ব্যাংক থেকে লোন নিয়ে বাজারে কসমেটিকস ও মুদি দোকান দেয় বেলাল। আগুনে তার প্রায় আট লাখ টাকার ক্ষতি হয়েছে। সরকারিভাবে তাকে সহযোগিতার জন্য প্রশাসনের প্রতি অনুরোধ জানাচ্ছি।’

এ বিষয়ে মিঠাপুকুর ফায়ার স্টেশন ওয়্যারহাউস ইন্সপেক্টর মো. রবিউল ইসলাম সময় সংবাদকে বলেন, ‘আগুন লাগার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছাই। আমাদের দুটি ইউনিট প্রায় আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শর্ট সার্কিটের কারণে আগুন লেগেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও নিরূপণ করা যায়নি।

বাংলাদেশ সময়: ১১:৫৮:৪৯   ৪১ বার পঠিত  




ছবি গ্যালারি’র আরও খবর


সন্তানদের ভালো পরামর্শ দিন: গিয়াসউদ্দিন
গাজায় জিম্মিদের মুক্তি আলোচনায় উন্নতি হচ্ছে : নেতানিয়াহু
দুর্নীতি ও প্রহসনমুক্ত বাংলাদেশ গড়া হবে: জামায়াত আমির
নাটোরে গ্রাম পুলিশ বাহিনীর বুনিয়াদি প্রশিক্ষণ সমাপ্ত
রাজনৈতিক দলগুলো নির্বাচন নিয়ে অধৈর্য: উপদেষ্টা আসিফ



আর্কাইভ