ডেঙ্গু প্রতিরোধে তরুণদের পরিচ্ছন্নতা অভিযান

প্রথম পাতা » ছবি গ্যালারি » ডেঙ্গু প্রতিরোধে তরুণদের পরিচ্ছন্নতা অভিযান
শনিবার, ১৯ আগস্ট ২০২৩



ডেঙ্গু প্রতিরোধে তরুণদের পরিচ্ছন্নতা অভিযান

বরগুনায় ভয়ংকর রূপ ধারণ করছে ডেঙ্গু। এরই মধ্যে জেলায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মারা গেছেন চারজন। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন অর্ধশতাধিকের বেশি। এমন অবস্থায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক কার্যক্রম চালিয়েছে গ্লোবাল ল’ থিংকার্স সোসাইটি (জিএলটিএস) নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন।

শুক্রবার (১৮ আগস্ট) বিকেলে বরগুনা পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের বিভিন্ন স্থান পরিষ্কার করার পাশাপাশি মশা নিধনে স্প্রে করেন সংগঠনটির সদস্যরা। এ ছাড়াও ডেঙ্গু প্রতিরোধে স্থানীয়দের সচেতন করার জন্য লিফলেট বিতরণ করতে দেখা যায় তাদের।

এ বিষয়ে গ্লোবাল ল’ থিংকার্স সোসাইটির চিফ অপারেটিং অফিসার অ্যাডভোকেট মাহিন মেহরাব অনিক বলেন, ‘শুধু সচেতনতা বৃদ্ধির মাধ্যমেই ডেঙ্গু প্রতিরোধ করা সম্ভব। নিজের নিরাপত্তা নিশ্চিতের জন্য নিজেদের বাড়ির চারপাশ পরিষ্কার করে আমরা যদি সামাজিক দায়িত্বটুকু পালন করি, তাহলে ডেঙ্গু প্রতিরোধ করা অনেকটাই সহজ হয়ে যাবে। তাই সামাজিক দায়বদ্ধতা থেকে ডেঙ্গুর বিস্তার রোধে আমরা পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনার পাশাপাশি স্থানীয় তরুণদের এ কাজে উৎসাহিত করতেই এমন উদ্যোগ গ্রহণ করেছি।’

বরগুনা পৌরসভার মেয়র অ্যাডভোকেট কামরুল আহসান মহারাজ বলেন, ‘শুধু পৌরসভার পক্ষে ডেঙ্গুর বিস্তার রোধ করা সম্ভব নয়। ডেঙ্গু মোকাবিলার জন্য স্থানীয়দের সহযোগিতা ও সচেতনতা খুব জরুরি। আর এই কাজটিই করে যাচ্ছে গ্লোবাল ল’ থিংকার্স সোসাইটি। আমরা তাদের স্বাগত জানাই।’

বাংলাদেশ সময়: ১১:২৮:৫৮   ৫১ বার পঠিত  




ছবি গ্যালারি’র আরও খবর


জনগণের প্রত্যাশা পূরণে বিএনপি প্রস্তুত: গিয়াসউদ্দিন
অপরাধীদের ধরতে চাষাড়ায় সিসিটিভি ক্যামেরা স্থাপন
বিমসটেকের আনুষ্ঠানিক নৈশভোজে যোগ দিয়েছেন প্রধান উপদেষ্টা
সাতক্ষীরায় প্লাবিত এলাকায় নৌবাহিনীর জরুরি ত্রাণ ও মেডিকেল সহায়তা প্রদান
পার্বত্য চট্টগ্রামের অর্থনৈতিক উন্নয়নে সব সময় আন্তরিক সরকার : সুপ্রদীপ চাকমা



আর্কাইভ