চাঁদপুরে ৯ কোটি টাকার কারেন্ট জাল পোড়াল কোস্টগার্ড

প্রথম পাতা » চট্রগ্রাম » চাঁদপুরে ৯ কোটি টাকার কারেন্ট জাল পোড়াল কোস্টগার্ড
শুক্রবার, ১৮ আগস্ট ২০২৩



চাঁদপুরে ৯ কোটি টাকার কারেন্ট জাল পোড়াল কোস্টগার্ড

চাঁদপুরে যাত্রীবাহী লঞ্চে অভিযান চালিয়ে ২৫ লাখ ৫০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করেছে কোস্টগার্ড ।স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট মাশহাদ উদ্দিন নাহিয়ানের নেতৃত্বে মেঘনা নদীর মোহনা সংলগ্ন এলাকায় এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

বৃহস্পতিবার (১৭ আগস্ট) মধ্যরাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়।

অভিযানে ফতুল্লা থেকে ছেড়ে আসা যাত্রীবাহী লঞ্চ এমভি গাজী সালাউদ্দীনে তল্লাশি করে আনুমানিক ২৫ লাখ ৫০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ৮ কোটি ৯২ লাখ ৫০ হাজার টাকা। জব্দকৃত জালের প্রকৃত মালিক খুঁজে না পাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। এমনটা দাবি করেন কোস্ট গার্ডের সংশ্লিষ্ট কর্মকর্তারা।

অভিযানে উপিস্থিত ছিলেন সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা তানজিমুল ইসলাম। পরবর্তীতে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে জব্দকৃত কারেন্ট জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

বাংলাদেশ সময়: ১৬:৪৪:১৩   ৬২ বার পঠিত  




চট্রগ্রাম’র আরও খবর


পার্বত্য উপদেষ্টার সাথে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতসহ চার বিদেশি প্রতিনিধির সাক্ষাৎ
সংস্কার ও হাসিনার বিচারের আগে কোনো নির্বাচন নয়: জামায়াত সেক্রেটারি
মেরিন ড্রাইভ এলাকা থেকে মাদক ও দেশীয় অস্ত্র উদ্ধার
বিমান বাহিনীর ১২৮তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদপত্র বিতরণ অনুষ্ঠান
চাঁদপুরে দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের তিন নেতা আটক



আর্কাইভ