ফেনীর সোনাগাজী থেকে একাধিক মাদক মামলার দুই আসামিকে ২০ কেজি গাঁজাসহ গ্রেফতার করেছে র্যাব।
গ্রেফতার ব্যক্তিরা হলেন: কক্সবাজার শহরের লাইট হাউজ এলাকার মৃত মোফাজ্জল হোসেন চৌকিদারের ছেলে মো. জাকির হোসেন (৫২) ও একই এলাকার শামছুল আলম সেলিমের স্ত্রী মনোয়ারা বেগম (৩৫)।
শুক্রবার (১৮ আগস্ট) সকালে চট্টগ্রাম র্যাব-৭-এর ফেনী কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার মোহাম্মদ সাদেকুল ইসলাম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে ফেনীর সোনাগাজীর মুহুরি প্রজেক্ট এলাকার একটি হোটেলের সামনে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের জিজ্ঞাসাবাদ এবং তল্লাশি করে দুটি প্লাস্টিকের বস্তা থেকে ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া মাদকের দাম প্রায় তিন লাখ টাকা।
গ্রেফতার মো.জাকির হোসেনের বিরুদ্ধে চট্টগ্রাম এবং কক্সবাজার জেলার বিভিন্ন থানায় ৬টি মাদক মামলা রয়েছে। মোসা. মনোয়ারা বেগমের নামে চট্টগ্রাম ও ফেনী জেলার বিভিন্ন থানায় ৩টি মাদক মামলা রয়েছে।
চট্টগ্রাম র্যাব-৭-এর ফেনী কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার মোহাম্মদ সাদেকুল ইসলাম জানান, গ্রেফতার আসামি এবং উদ্ধার করা মাদক সোনাগাজী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৬:৩৫:০২ ৫৬ বার পঠিত