হাইতিতে অপরাধী চক্রের হামলায় ৩০ জন নিহত

প্রথম পাতা » আন্তর্জাতিক » হাইতিতে অপরাধী চক্রের হামলায় ৩০ জন নিহত
শুক্রবার, ১৮ আগস্ট ২০২৩



হাইতিতে অপরাধী চক্রের হামলায় ৩০ জন নিহত

হাইতির রাজধানী পোর্ট-অ-প্রিন্সে একটি অপরাধী চক্রের সহিংসতায় ৩০ জন নিহত এবং এক ডজনেরও বেশি আহত হয়েছে। বৃহস্পতিবার স্থানীয় একটি মানবাধিকার গ্রুপ এ খবর জানিয়েছে। ন্যাশনাল হিউম্যান রাইটস ডিফেন্স নেটওয়ার্ক এএফপি’কে দেওয়া একটি প্রাথমিক হিসাবে জানায়, শহরের ক্যারেফোর-ফিউইলেস’র আশেপাশের বাড়িগুলোতে আগুন দেওয়া হয়েছিল এবং এতে দুই পুলিশ অফিসারও মারা গেছেন। আশপাশের এলাকাটি সংঘবদ্ধ অপরাধী চক্রের একটি কৌশলগত এলাকা, যা হাইতির রাজধানীর প্রায় ৮০ শতাংশ নিয়ন্ত্রণ করে। মুক্তিপণের জন্য অপহরণ, গাড়ি ছিনতাই, ধর্ষণ এবং সশস্ত্র চুরিসহ সহিংস অপরাধগুলো এই এলাকাটিতে সাধারণ ঘটনা হিসেবে দেখা দিয়েছে।
ডমিনিক চার্লস নামের একজন বাসিন্দা এএফপি’কে বলেছেন, তিনি তার মা, সৎ বাবা, ১৮ বছর বয়সী ছেলে, দুই বোন এবং এক ভাইকে হারিয়েছেন। অপরাধীরা দাহ্য পদার্থ ভর্তি বোতল ছুঁড়ে আমাদের বাড়িতে হামলা চালায়। আমি পালাতে সক্ষম হয়েছিলাম কিন্তু পরিবারের অন্য সদস্যরা পালাতে পারেনি।
কর্তৃপক্ষ জানিয়েছে, সাম্প্রতিক দিনগুলোতে আশপাশের সহিংসতার কারণে প্রায় ৫ হাজার বাসিন্দা ওই এলাকা ছেড়ে পালিয়ে গেছে।

বাংলাদেশ সময়: ১৬:১২:০৬   ৯২ বার পঠিত  




আন্তর্জাতিক’র আরও খবর


কাজাখস্তানে যাত্রীবাহী বিমান বিধ্বস্ত
গাজায় জিম্মিদের মুক্তি আলোচনায় উন্নতি হচ্ছে : নেতানিয়াহু
মালদ্বীপের সঙ্গে বন্দি বিনিময় চুক্তি চূড়ান্ত পর্যায়ে: হাইকমিশনার
ইউক্রেনে ‘ধ্বংসযজ্ঞ’ চালানোর হুমকি পুতিনের
পানামা খাল দখলের হুমকি ট্রাম্পের, ভর্ৎসনা পানামার প্রেসিডেন্টের



আর্কাইভ