সরিষাবাড়ীতে উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত

প্রথম পাতা » ছবি গ্যালারি » সরিষাবাড়ীতে উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত
বৃহস্পতিবার, ১৭ আগস্ট ২০২৩



সরিষাবাড়ীতে উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত

জামালপুরে সরিষাবাড়ী উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার(১৭ আগস্ট) বিকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হল রুমে এ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও স্থানীয় সংসদ সদস্য সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী আলহাজ্ব ডাঃ মুরাদ হাসান এমপির সভাপতিত্বে এবং উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ বদরুল হাসান এর পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন পাঠান, মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন আক্তার জেলী, সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোফাজ্জল হোসেন, লুৎফর রহমান লুলু ও বীর মুক্তিযোদ্ধা আঃ আজিজ প্রমুখ।

এছাড়াও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসারবৃন্দ সহ রাজনৈতিক,সামাজিক অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সহ বিভিন্ন সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

সভা অনুষ্ঠিত হওয়ার পূর্বে বিনামূল্যে সমন্বিত উন্নত চক্ষু চিকিৎসা সেবা প্রদানের লক্ষ্যে কমিউনিটি ভিশন সেন্টারের উদ্বোধন করা হয়। আলোচনা সভা প্রারম্ভেই শোকাবহ আগস্টের প্রতি শ্রদ্ধা জ্ঞাপনার্থে সকলেই দাড়িয়ে এক মিনিট নিরবতা পালন করে বঙ্গবন্ধু সহ তার পরিবারের সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া করা হয়।

বাংলাদেশ সময়: ২৩:৫৯:৫৬   ৬৭ বার পঠিত  




ছবি গ্যালারি’র আরও খবর


জনগণের প্রত্যাশা পূরণে বিএনপি প্রস্তুত: গিয়াসউদ্দিন
অপরাধীদের ধরতে চাষাড়ায় সিসিটিভি ক্যামেরা স্থাপন
বিমসটেকের আনুষ্ঠানিক নৈশভোজে যোগ দিয়েছেন প্রধান উপদেষ্টা
সাতক্ষীরায় প্লাবিত এলাকায় নৌবাহিনীর জরুরি ত্রাণ ও মেডিকেল সহায়তা প্রদান
পার্বত্য চট্টগ্রামের অর্থনৈতিক উন্নয়নে সব সময় আন্তরিক সরকার : সুপ্রদীপ চাকমা



আর্কাইভ