অস্ট্রেলিয়াকে কাঁদিয়ে ফাইনালে ইংল্যান্ড

প্রথম পাতা » খেলা » অস্ট্রেলিয়াকে কাঁদিয়ে ফাইনালে ইংল্যান্ড
বুধবার, ১৬ আগস্ট ২০২৩



অস্ট্রেলিয়াকে কাঁদিয়ে ফাইনালে ইংল্যান্ড

আগে দুটি বিশ্বকাপে সেমিফাইনালে হেরে বিদায় নেওয়ার কষ্টে দহনজ্বালা পোহাতে হয়েছিল দেশটির মেয়েদের। অবশেষে স্বপ্নের ফাইনাল ধরা দিল তাদের। অস্ট্রেলিয়াকে হারিয়ে প্রথমবারের মতো মেয়েদের ফিফা বিশ্বকাপের ফাইনালে উঠেছে ইংল্যান্ড।

৩-১ গোলে ম্যাচ জিতলেও ৬৩ মিনিট পর্যন্ত দুই দলেরই ১-১ গোলে সমতা ছিল। ৩৬ মিনিটে ইলা টোনের গোলে এগিয়ে যায় ইংল্যান্ড। বিরতির পর ৬৩ মিনিটে বক্সের বাইরে থেকে দুর্দান্ত গোল করে অস্ট্রেলিয়াকে সমতায় ফেরান স্যাম কের। ফেরাটা বেশিক্ষণ স্থায়ী হয়নি স্বাগতিকদের।

৭১ মিনিটে লাউরেন হেম্পের গোলে ফের এগিয়ে যায় ইউরোপিয়ান চ্যাম্পিয়নরা। গোল শোধে মরিয়া অজিরা যখন শেষ সময়ে একের পর এক আক্রমণ করছে তখন প্রতি আক্রমণে সুবিধা কাজে লাগায় ইংল্যান্ড। ৮৬ মিনিটে অ্যালেসিয়া রুসো প্লেসিং শটে গোল করে গ্যালারি নীরব করে দেন। শেষ পর্যন্ত ৩-১ গোলের জয়ের আনন্দে মাতে ইংল্যান্ডের মেয়েরা।

আগামী রোববার ফাইনালে ইংল্যান্ডের প্রতিপক্ষ স্পেন। এবার স্পেনও প্রথম নারী বিশ্বকাপের ফাইনালে উঠল। অর্থাৎ নারী বিশ্বকাপ পেতে যাচ্ছে নতুন চ্যাম্পিয়ন।

বাংলাদেশ সময়: ১৯:৫৭:২২   ৫৭ বার পঠিত  




খেলা’র আরও খবর


বার্সেলোনা শিবিরে আবারও চোটের ধাক্কা
ভারোত্তোলনে ৯০ বছর বয়সি নারীর চমক
২০২৫ সালে আর্জেন্টিনার সূচি
১৮ বছর পর ঘরের মাঠে অ্যাতলেটিকোর কাছে হারলো বার্সেলোনা
ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করে ইতিহাস গড়ল বাংলাদেশ



আর্কাইভ