ঢাকায় ভারতের ৭৭তম স্বাধীনতা দিবস পালন করেছে ভারতীয় হাইকমিশন

প্রথম পাতা » ছবি গ্যালারি » ঢাকায় ভারতের ৭৭তম স্বাধীনতা দিবস পালন করেছে ভারতীয় হাইকমিশন
বুধবার, ১৬ আগস্ট ২০২৩



ঢাকায় ভারতের ৭৭তম স্বাধীনতা দিবস পালন করেছে ভারতীয় হাইকমিশন

ঢাকায় অবস্থিত ভারতীয় হাইকমিশনের চ্যান্সারি প্রাঙ্গণে গতকাল মঙ্গলবার (১৫ আগস্ট) ভারতের ৭৭তম স্বাধীনতা দিবস পালিত হয়েছে।

হাইকমিশনের এ উদযাপন ভারতের স্বাধীনতার ৭৬তম বছরকে চিহ্নিত করে এবং ‘আজাদি কা অমৃত’ মহোৎসবের চলমান উদযাপনের অংশ হিসেবে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সঙ্গে এই উৎসব অনুষ্ঠিত হয়।

হাইকমিশনার প্রণয় ভার্মা জাতীয় পতাকা উত্তোলন করেন এবং জাতির উদ্দেশে রাষ্ট্রপতির ভাষণের কিছু অংশ পড়ে শোনান।

ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্রের (আইজিসিসি) শিক্ষকবৃন্দের নেতৃত্বে ভারতীয় সম্প্রদায়ের একদল সদস্য জাতীয় সঙ্গীত ও দেশাত্মবোধক গান পরিবেশন করেন।

অনুষ্ঠানটিতে ভারতীয় সম্প্রদায় থেকে বিপুল সংখ্যক সদস্যের অত্যন্ত উৎসাহী অংশগ্রহণ পরিলক্ষিত হয়।

বাংলাদেশ সময়: ১৩:২২:০৯   ৩৭ বার পঠিত  




ছবি গ্যালারি’র আরও খবর


আজকের রাশিফল
আল কোরআন ও আল হাদিস
ডিক্যাব মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন তিন কূটনৈতিক প্রতিবেদক
সাভারে বন্ধ টিএমআর কারখানা চালুর নির্দেশনা উপদেষ্টার
ষড়যন্ত্রে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না : এলজিআরডি উপদেষ্টা



আর্কাইভ