নওগাঁয় জাতীয় শোক দিবস পালিত হয়েছে

প্রথম পাতা » ছবি গ্যালারি » নওগাঁয় জাতীয় শোক দিবস পালিত হয়েছে
মঙ্গলবার, ১৫ আগস্ট ২০২৩



নওগাঁয় জাতীয় শোক দিবস পালিত হয়েছে

জাতীয় শোক দিবস উপলক্ষে নওগাঁয় বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে।

জেলা প্রশাসন আয়োজিত কর্মসূচির মধ্যে সকাল সাড়ে ৯টায় সদর উপজেলা পরিষদ চত্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে প্রতিকৃতিতে জেলা প্রশাসন, জেলা পুলিশ, মুক্তিযোদ্ধা সংসদ, বঙ্গবন্ধু বিশ্ব বিদ্যালয়, স্বাস্থ্য বিভাগসহ বিভিন্ন সরকারি দপ্তর, রাজনৈতিক সামাজিক স্ংস্কৃতিক সংগঠন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করার মধ্যে দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি এবং সদর আসনের এমপি ব্যারিস্টার নিজামুদ্দিন জলিল জন ও জেলা প্রশাসক মো. গোলাম মওলা পুষ্পস্তবক অর্পণ করেন।

পরে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. গোলাম মওলা। প্রধান অতিথি ছিলেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি। অন্যান্যের মধ্যে আলোচনা করেন পুলিশ সুপার মুহাম্মদ রাশিদুল হক, সিভিল সার্জন ডা. আবু হেনা মোহাম্মদ রায়হানুজ্জামান সরকার, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ আবুল কালাম আজাদ, সাবেক এমপি বেগম শাহিন মনোয়ারা হক, সাবেক অধ্যক্ষ মো. শরিফুল ইসলাম খান এবং নওগাঁ জেলা প্রেসক্লাবের সভাপতি মো. কায়েস উদ্দিন।

এ অনুষ্ঠানে যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষণপ্রাপ্ত যুব ও যুব মহিলাদের আর্থিক ঋণের চেক বিতরণ এবং বাংলাদেশ শিশু একাডেমি আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

অপরদিকে জেলা আওয়ামী লীগের উদ্যোগে পৃথক কর্মসূচি পালিত হয়েছে। এসব কর্মসূচির মধ্যে ছিল দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা অর্ধনমিতভাবে উত্তোলন, জাতির পিতা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ এবং আলোচনা সভা।

জেলা আওয়ামী লীগের সভাপতি মো. আব্দুল মালেকের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি, নওগাঁ সদর আসনের সংসদ সদস্য বারিস্টা নিজামুদ্দিন জলিল জনসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

বাংলাদেশ সময়: ১২:২২:৫৯   ৪৮ বার পঠিত  




ছবি গ্যালারি’র আরও খবর


খালেদা জিয়া লন্ডন যাচ্ছেন ৭ জানুয়ারি
বার্সেলোনা শিবিরে আবারও চোটের ধাক্কা
ভারোত্তোলনে ৯০ বছর বয়সি নারীর চমক
খ্রিষ্টান ধর্মাবলম্বীসহ সকলকে দেশের উন্নয়নে এগিয়ে আসার আহ্বান প্রধান উপদেষ্টার
কাজাখস্তানে যাত্রীবাহী বিমান বিধ্বস্ত



আর্কাইভ