মাগুরায় ভর্তুকি মূল্যে টিসিবি’র পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধন

প্রথম পাতা » খুলনা » মাগুরায় ভর্তুকি মূল্যে টিসিবি’র পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধন
সোমবার, ১৪ আগস্ট ২০২৩



মাগুরায় ভর্তুকি মূল্যে টিসিবি’র পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধন

জেলায় আজ সোমবার বেলা ১১টায় ভর্তুকি মূল্যে টিসিবি’র পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। স্থানীয় নোমানী ময়দানে এ কার্যক্রমের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. আব্দুল কাদের। এ সময় উপস্থিত ছিলেন পৌর মেয়র খুরশীদ হায়দার টুটুল, জেলা খাদ্য কর্মকর্তা মনতোষ মজুমদার। অনুষ্ঠানে মাগুরা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের ১ হাজার ২৪৭ জনের মাঝে পণ্য বিক্রয়ের মাধমে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে জানানো হয়, মাগুরার ১টি পৌরসভার ৯টি ওয়ার্ড এবং ৪টি উপজেলার ৩৬টি ইউনিয়নে মোট ১ লাখ ১০ হাজার ৪৬৬ টি পরিবারের মাঝে টিসিবি’র পণ্য ভর্তুকি মূল্যে বিক্রিয় করা হচ্ছে। টিসিবি’র স্মার্ট কার্ড জন্য কার্ডধারীদের তথ্য সংরক্ষণ এবং হাল নাগাদের কাজ চলছে। মাগুরা পৌর সভার ৯টি ওয়ার্ডে ১৬ হাজার ৪৬৬ জন, সদর উপজেলার ১৩টি ইউনিয়নে ৩২ হাজার জন, শ্রীপুর উপজেলায় ৮টি ইউনিয়নে ২০ হাজার জন, শালিখা উপজেলার ৭টি ইউনিয়নে ২০ হাজার জন এবং মহম্মদপুর উপজেলায় ৮টি ইউনিয়নে ২২ হাজার জন কার্ডধারী পরিবারের মাঝে ভর্তুকি মূল্যে টিসিবি’র পণ্য বিক্রয় করা হচ্ছে। এ লক্ষে মাগুরা পৌরসভায় ১১ জন এবং জেলার চার উপজেলায় ১৫ জনসহ মোট ২৬ জন ডিলার নিয়োগ দেয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬:১৪:৩৭   ৯৬ বার পঠিত  




খুলনা’র আরও খবর


ফ্যাসিস্ট হাসিনার বিচার বাংলার মাটিতেই হবে : অ্যাটর্নি জেনারেল
কূটনৈতিক টিম নিয়ে রাশিয়ান রাষ্ট্রদূতের সুন্দরবন পরিদর্শন
শেষ মুহূর্তে জমজমাট খুলনার ঈদবাজার; পাকিস্তানি পোশাকে ঝুকছেন তরুণীরা
কার্গো টার্মিনালে আন্তর্জাতিক বন্দরে রূপ পেল বেনাপোল
ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদে খুলনায় মোমবাতি প্রজ্বলন



আর্কাইভ