আড়াইহাজারে ১৫ জুয়াড়ি গ্রেপ্তার

প্রথম পাতা » আড়াইহাজার » আড়াইহাজারে ১৫ জুয়াড়ি গ্রেপ্তার
রবিবার, ১৩ আগস্ট ২০২৩



আড়াইহাজারে ১৫ জুয়াড়ি গ্রেপ্তার

আড়াইহাজারে জুয়ার আসর থেকে ১৫ জুয়ারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার ভোরে উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের প্রভাকরদী এলাকা থেকে তাদের গ্রেপ্তার করার হয়।

গ্রেপ্তারকৃত জুয়াড়িরা হলো উপজেলার প্রভাকরদী গ্রামের বাবুল মিয়া (৪৫), রাকিব মিয়া (২২), বাবুল মিয়া (৪৫), বেনু মিয়া (৫০), কাওসার মিয়া (২৬), মোঃ সোমন (৩১), মানিক মিয়া (৩৩) , শামীম মিয়া (৩৫), সাবুল মিয়া (৪৫), ইসমাইল হোসেন (৫৪), রেদোয়ান হক (২৫), শামীম মিয়া (২৮), সোহবার মিয়া, রামচন্দ্রদী গ্রামের সুজন মিয়া ও সত্যভান্দি গ্রামের হারছুল হক।

এসময় জুয়ায় ব্যবহৃত ওরনা, ১৫০ পিস তাস ও নগদ ১৫ হাজার ৫শ’ ৮০ টাকা জব্দ করে। আড়াইহাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) ইমদাদুল ইসলাম তৈয়ব এর সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় পুলিশের এসআই নুরে আলম সিদ্দিকী বাদী হয়ে মামলা দায়ের করেছেন।

বাংলাদেশ সময়: ২৩:৪৮:১০   ৫২ বার পঠিত  




আড়াইহাজার’র আরও খবর


আড়াইহাজার থানার লুণ্ঠিত ৮ পিস্তল ও গোলাবারুদ উদ্ধার
আড়াইহাজারে বাল্য বিবাহের চেষ্টায় মেয়ের বাবা-বরকে কারাদন্ড
আড়াইহাজারে ছাত্রলীগ নেতার বাড়িতে ডাকাতির অভিযোগে গ্রেফতার ৮
না.গঞ্জে থামছে না লাশের মিছিল : জুনেই ২৬ লাশ
আড়াইহাজারে র‌্যাব পরিচয়ে ৫২ লাখ টাকা ছিনতাই, ঢাকা থেকে গ্রেপ্তার ৪



আর্কাইভ