নাটোরে আইন শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত

প্রথম পাতা » ছবি গ্যালারি » নাটোরে আইন শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত
রবিবার, ১৩ আগস্ট ২০২৩



নাটোরে আইন শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত

নাটোর জেলা আইন শৃংখলা কমিটির সভা আজ রোববার বেলা ১১টায় অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আবু নাছের ভূঁঞা।
কমিটির সদস্য সচিব অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সামিউল আমিন সভায় জানান, গত জুলাই মাসে জেলায় ভ্রাম্যমাণ আদালতের ৮০টি অভিযান পরিচালনা করে ১৬২টি মামলার বিপরীতে ৮০জন অভিযুক্তকে কারাদন্ড প্রদান করা হয় এবং এক লাখ ৮৯ হাজার ৪৩০ টাকা জরিমানালব্দ টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হয়েছে। একই সময়ে ৩০৩টি চোরাচালান ও মাদক বিরোধী অভিযানে ৮৮ লক্ষ ৫৯ ২৩০ হাজার টাকা মূল্যের পণ্য আটক করা হয়েছে। জেলার বিভিন্ন উপজেলায় বাল্যবিয়ে রোধে আটটি উঠান বৈঠক আয়োজন এবং দুইটি বাল্য বিয়ে রোধ করা হয়।
সভায় বক্তারা জেলার বিদ্যমান আইন শৃংখলা পরিস্থিতিতে সন্তোষ প্রকাশ করে তা সমুন্নত রাখার উপরে গুরুত্ব আরোপ করেন।
সভায় বক্তব্য রাখেন নাটোর-২ আসনের (নাটোর সদর ও নলডাঙ্গা) আসনের সংসদ সদস্য মোঃ শফিকুল ইসলাম শিমুল ও নাটোর-১ আসনের (লালপুর ও বাগাতিপাড়া) মোঃ শহিদুল ইসলাম বকুল, পুলিশ সুপার মোঃ তারিকুল ইসলাম, সিভিল সার্জন ডাঃ মাহাম্মদ মশিউর রহমান, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ পরিচালক মোঃ লুৎফর রহমান প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৫:২১:০৯   ৪১ বার পঠিত  




ছবি গ্যালারি’র আরও খবর


খালেদা জিয়া লন্ডন যাচ্ছেন ৭ জানুয়ারি
বার্সেলোনা শিবিরে আবারও চোটের ধাক্কা
ভারোত্তোলনে ৯০ বছর বয়সি নারীর চমক
খ্রিষ্টান ধর্মাবলম্বীসহ সকলকে দেশের উন্নয়নে এগিয়ে আসার আহ্বান প্রধান উপদেষ্টার
কাজাখস্তানে যাত্রীবাহী বিমান বিধ্বস্ত



আর্কাইভ