রাঙ্গামাটিতে মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা

প্রথম পাতা » চট্রগ্রাম » রাঙ্গামাটিতে মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা
রবিবার, ১৩ আগস্ট ২০২৩



রাঙ্গামাটিতে মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা

রাঙ্গামাটি জেলা প্রশাসক সম্মেলন কক্ষে সকাল সাড়ে ১০টায় মাসিক আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে।
রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মীর আবু তৌহিদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মাহমুদ, পৌরসভা মেয়র মো: আকবর হোসেন চৌধুরী, বিদ্যুৎ বিভাগের নির্বাহী প্রকৌশলী সাইফুর রহমান, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী অদিত্য চাকমা, প্রেসক্লাবের সভাপতি সাখাওয়াৎ হোসেন রুবেল প্রমুখ।
সভায় জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান বলেন, টানা বৃষ্টির ফলে রাঙ্গামাটি জেলায় বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে সরকারের পক্ষ থেকে ত্রাণ বিতরণ ও পুনর্বাসনের কাজ অব্যাহত রয়েছে।
তিনি বলেন, সরকারের পাশাপাশি সরকারী-বেসরকারী সংস্থা এগিয়ে আসলে দুূর্গতরা আবারো স্বাভাবিক জীবনে ফিরে আসার সুযোগ পাবে।
এজন্য দুর্গত মানুষের সহায়তায় তিনি সকলকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহবান জানান।
সভায় পাহাড় ধস, নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতি, মাদকদ্রব্য, হ্রদের মাছ শিকার, রাস্তা ঘাট, বাস ও সিএনজি চালকসহ বিভিন্ন দিক নিয়ে আলোচনাসহ বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয়।

বাংলাদেশ সময়: ১৫:১৮:০৪   ৪৪ বার পঠিত  




চট্রগ্রাম’র আরও খবর


জাহাজে সাত খুনের ঘটনায় ইরফান গ্রেফতার
রাঙ্গামাটিতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী নারীদের কৃষি ও হস্ত শিল্পের প্রদর্শনী
চাঁদপুরে জাহাজ থেকে ৬ জনের মরদেহ উদ্ধার
লক্ষ্মীপুরে শিক্ষার্থী হত্যা-মামলায় গ্রেফতার-২
হাজীগঞ্জে ৩ দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন



আর্কাইভ