বন্যার কারণে দূর-পূর্বাঞ্চলের ২ হাজার মানুষকে সরিয়ে নিয়েছে রাশিয়া

প্রথম পাতা » আন্তর্জাতিক » বন্যার কারণে দূর-পূর্বাঞ্চলের ২ হাজার মানুষকে সরিয়ে নিয়েছে রাশিয়া
রবিবার, ১৩ আগস্ট ২০২৩



বন্যার কারণে দূর-পূর্বাঞ্চলের ২ হাজার মানুষকে সরিয়ে নিয়েছে রাশিয়া

রাশিয়া তার দূর-পূর্বাঞ্চলের বন্যাকবলিত এলাকা থেকে ২,০০০ জনেরও বেশি মানুষকে সরিয়ে নিয়েছে।
জরুরি কর্মকর্তারা রবিবার বলেছেন, ক্রান্তীয় ঝড় খানুন এর প্রভাবে এ অঞ্চলে ভারী বৃষ্টিপাতের পর এই লোকদের সরিয়ে নেয়া হয়।
রাশিয়ার জরুরি পরিস্থিতি মন্ত্রণালয় টেলিগ্রামে বলেছে, রাশিয়ার দূর ‘প্রিমোরি (অঞ্চল) থেকে ৪০৫ শিশুসহ ২,০০০ জনেরও বেশি মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে।’
মন্ত্রণালয় জানিয়েছে, চীন ও উত্তর কোরিয়ার সীমান্তবর্তী ‘প্রিমোরি অঞ্চলের প্রায় ৫,০০০ ভবন প্লাবিত হয়েছে। উদ্ধারকারীরা এই অঞ্চলে ১৩টি অস্থায়ী আবাসন কেন্দ্র স্থাপন করেছে।
তাস নিউজ এজেন্সি জানায়, উসুরিয়স্ক শহরে বন্যা এক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ ছিল।
খানুন এই সপ্তাহের শুরুতে কোরীয় উপদ্বীপের দিকে বৃত্তাকার পথ নেওয়ার আগে জাপানে আঘাত হানে।
ঝড় দক্ষিণ কোরিয়াতে তাদের জাম্বোরি ক্যাম্প সাইট থেকে কয়েক হাজার স্কাউটকে সরিয়ে নিতে বাধ্য করেছে।

বাংলাদেশ সময়: ১৫:০১:২৩   ৪১ বার পঠিত  




আন্তর্জাতিক’র আরও খবর


কাজাখস্তানে যাত্রীবাহী বিমান বিধ্বস্ত
গাজায় জিম্মিদের মুক্তি আলোচনায় উন্নতি হচ্ছে : নেতানিয়াহু
মালদ্বীপের সঙ্গে বন্দি বিনিময় চুক্তি চূড়ান্ত পর্যায়ে: হাইকমিশনার
ইউক্রেনে ‘ধ্বংসযজ্ঞ’ চালানোর হুমকি পুতিনের
পানামা খাল দখলের হুমকি ট্রাম্পের, ভর্ৎসনা পানামার প্রেসিডেন্টের



আর্কাইভ