মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

প্রথম পাতা » ছবি গ্যালারি » মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার
শনিবার, ১২ আগস্ট ২০২৩



মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

জয়পুরহাটে হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি আমিনুল ইসলাম রিয়াদুলকে (৪৫) গ্রেপ্তার করেছে র‌্যাব।

শনিবার (১২ আগস্ট) সকালে জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি অধিনায়ক রফিকুল ইসলাম এ তথ্য জানান। এর আগে শুক্রবার দিনগত রাতে জয়পুরহাট সদর উপজেলার নোয়াপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

আমিনুল ইসলাম সদর উপজেলার পারুলিয়া গ্রামের মজিবর রহমানের ছেলে।

র‌্যাব জানায়, ২০০৭ সালের ১৭ ডিসেম্বর রাতে জয়পুরহাট সদর উপজেলার পশ্চিম পারুলিয়া গ্রামের মজিবর রহমান তার নিজ ঘরে ঘুমিয়ে ছিলেন। সেই রাতে আমিনুল ইসলাম রিয়াদুলসহ ডাকাত দল প্রাচীর টপকে মজিবরের ঘরে প্রবেশ করে। পরে তাকে ছুরিকাঘাত করে প্রায় ৫০ হাজার টাকা নিয়ে পালিয়ে যান তারা। স্থানীয় লোকজন মজিবরকে উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতাল নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহতের ছেলে আব্দুর রাজ্জাক বাদী হয়ে একই বছরের ১৯ ডিসেম্বর জয়পুরহাট সদর থানায় মামলা করেন। পরে ২০২৩ সালের ১৯ জুন জয়পুরহাট অতিরিক্ত দায়রা জজ-২ আদালতের বিচারক আব্বাস উদ্দিন এ মামলায় তিনজনের মৃত্যুদণ্ড দেন। তবে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আমিনুল ইসলাম দীর্ঘদিন বিভিন্ন এলাকায় আত্মগোপনে ছিলেন।

বাংলাদেশ সময়: ১৪:৫৪:২৩   ৬৫ বার পঠিত  




ছবি গ্যালারি’র আরও খবর


এসএসএফ এর সাবেক মহাপরিচালক মো.মজিবুর রহমানের ব্যাংক হিসাব ফ্রিজ
সাতক্ষীরায় ভেজাল দুধ ও ঘিসহ আটক
মানবপাচারে জড়িতদের জবাবদিহির জন্য শক্তিশালী আইনি কাঠামো প্রতিষ্ঠা করা হয়েছে : স্বরাষ্ট্র উপদেষ্টা
উখিয়ায় দুপক্ষের সংঘর্ষে মসজিদের খতিবসহ নিহত ৩
সম্ভাব্য মার্কিন হামলা নিয়ে আরব দেশগুলোকে ইরানের হুঁশিয়ারি



আর্কাইভ