মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

প্রথম পাতা » ছবি গ্যালারি » মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার
শনিবার, ১২ আগস্ট ২০২৩



মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

জয়পুরহাটে হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি আমিনুল ইসলাম রিয়াদুলকে (৪৫) গ্রেপ্তার করেছে র‌্যাব।

শনিবার (১২ আগস্ট) সকালে জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি অধিনায়ক রফিকুল ইসলাম এ তথ্য জানান। এর আগে শুক্রবার দিনগত রাতে জয়পুরহাট সদর উপজেলার নোয়াপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

আমিনুল ইসলাম সদর উপজেলার পারুলিয়া গ্রামের মজিবর রহমানের ছেলে।

র‌্যাব জানায়, ২০০৭ সালের ১৭ ডিসেম্বর রাতে জয়পুরহাট সদর উপজেলার পশ্চিম পারুলিয়া গ্রামের মজিবর রহমান তার নিজ ঘরে ঘুমিয়ে ছিলেন। সেই রাতে আমিনুল ইসলাম রিয়াদুলসহ ডাকাত দল প্রাচীর টপকে মজিবরের ঘরে প্রবেশ করে। পরে তাকে ছুরিকাঘাত করে প্রায় ৫০ হাজার টাকা নিয়ে পালিয়ে যান তারা। স্থানীয় লোকজন মজিবরকে উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতাল নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহতের ছেলে আব্দুর রাজ্জাক বাদী হয়ে একই বছরের ১৯ ডিসেম্বর জয়পুরহাট সদর থানায় মামলা করেন। পরে ২০২৩ সালের ১৯ জুন জয়পুরহাট অতিরিক্ত দায়রা জজ-২ আদালতের বিচারক আব্বাস উদ্দিন এ মামলায় তিনজনের মৃত্যুদণ্ড দেন। তবে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আমিনুল ইসলাম দীর্ঘদিন বিভিন্ন এলাকায় আত্মগোপনে ছিলেন।

বাংলাদেশ সময়: ১৪:৫৪:২৩   ৪৮ বার পঠিত  




ছবি গ্যালারি’র আরও খবর


সন্তানদের ভালো পরামর্শ দিন: গিয়াসউদ্দিন
গাজায় জিম্মিদের মুক্তি আলোচনায় উন্নতি হচ্ছে : নেতানিয়াহু
দুর্নীতি ও প্রহসনমুক্ত বাংলাদেশ গড়া হবে: জামায়াত আমির
নাটোরে গ্রাম পুলিশ বাহিনীর বুনিয়াদি প্রশিক্ষণ সমাপ্ত
রাজনৈতিক দলগুলো নির্বাচন নিয়ে অধৈর্য: উপদেষ্টা আসিফ



আর্কাইভ