ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় জাপোরিঝিয়া নগরীতে বৃহস্পতিবার রাশিয়ার হামলায় কমপক্ষে একজন নিহত ও ১৪ জন আহত হয়েছে। সেখানে একটি বেসামরিক ভবন লক্ষ্য করে হামলা চালানো হয়। ইউক্রেনের কর্মকর্তারা এ কথা জানিয়েছেন। খবর এএফপি’র।
প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি টেলিগ্রাম বার্তায় বলেন, ‘রাশিয়ার দখলদার বাহিনীর ক্ষেপণাস্ত্র হামলায় একটি বেসামরিক ভবনে আগুন ধরে যায়। এতে এখন পর্যন্ত একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।’
এদিকে নগরীর সামরিক প্রশাসনের প্রধান আনাতোলি কুর্তিয়েভ জানান, সেখানে হামলায় ১৪ জন আহত হয়েছে। প্রাথমিকভাবে পাঁচজনের আহত হওয়ার কথা জানানো হয়েছিল।
তিনি আরো জানান, আহতদের মধ্যে তিন বছর বয়সী এক কন্যা শিশু এবং ১৪ বছর বয়সী এক কিশোর রয়েছে।
ভিডিও ফুটেজে জেলেনস্কির পোস্টে জাপোরিঝিয়ার রেইকার্ট হোটেলের কাছে গাড়ি পুড়ে যেতে দেখা যাচ্ছে। বুধবার সেখানে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় দুইজন নিহত ও সাতজন আহত হয়েছে।
কুর্তিয়েভ বলেন, হামলায় কমপক্ষে চারটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।
বাংলাদেশ সময়: ১৬:৩৯:০৬ ৪৫ বার পঠিত