যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে দাবানলে ৫৩ জনের মৃত্যু

প্রথম পাতা » আন্তর্জাতিক » যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে দাবানলে ৫৩ জনের মৃত্যু
শুক্রবার, ১১ আগস্ট ২০২৩



যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে দাবানলে ৫৩ জনের মৃত্যু

যুক্তরাষ্ট্রের ঐতিহাসিক হাওয়াই শহরে ছড়িয়ে পড়া ভয়াবহ দাবানলে বৃহস্পতিবার মৃতের সংখ্যা বেড়ে ৫৩ জনে দাঁড়িয়েছে। মার্কিন রাজ্য হওয়ার পর এই দ্বীপপুঞ্জে আঘাত হানা সবচেয়ে ভয়াবহ দুর্যোগগুলোর মধ্যে এটি ছিল অন্যতম। খবর এএফপি’র।
খবরে বলা হয়, হাওয়াইয়ের পশ্চিম উপকূলে দাবানল মঙ্গলবার ছড়িয়ে পড়ে এবং তা দ্রুততার সাথে সমুদ্র তীরবর্তী শহর লাহাইনাকে গ্রাস করে। এই উপকূলের কাছেই অবস্থান করা হারিকেনের প্রচ- বাতাসে দাবানলটি ভয়াবহ রূপ ধারণ করে।
সেখানে দাবানল এত দ্রুত ধেয়ে আসে যে এতে অনেকে বিভিন্ন রাস্তায় আটকে পড়ে বা পালানোর জন্য মরিয়া হয়ে সমুদ্রে ঝাঁপ দেয়।
হাওয়াই দ্বীপপুঞ্জ যুক্তরাষ্ট্রের ৫০তম রাজ্য হওয়ার এক বছর পর সেখানে এমন মর্মান্তিক ঘটনা ঘটলো উল্লেখ করে গভর্নর জোশ গ্রিন বলেন, ১৯৬০ সালে বিগ দ্বীপে বিশাল সামুদ্রিক ঢেউয়ের আঘাতে ৬১ জনের প্রাণহানি ঘটেছিল।
তিনি বলেন, ‘এবার খুব সম্ভবত আমাদের মৃত্যুর সংখ্যা আগের ওই সংখ্যাকে উল্লেখযোগ্যভাবে ছাড়িয়ে যাবে।’
মাউই কাউন্টির কর্মকর্তারা নিশ্চিত করেছেন যে, এই দুর্যোগে এখন পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে ৫৩ জনে দাঁড়িয়েছে। সেখানে দাবানল নিয়ন্ত্রণে আনতে দমকলকর্মীদের প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

বাংলাদেশ সময়: ১৬:২৮:৩১   ৫৪ বার পঠিত  




আন্তর্জাতিক’র আরও খবর


গাজায় হামলা বন্ধের দাবিতে দেশে দেশে বিক্ষোভ
ভিয়েতনাম থেকে আরও ১২ হাজার ৭০০ মেট্রিক টন চাল চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে
বিক্ষোভে উত্তাল ভারত, বিজেপি নেতার বাড়িতে বিক্ষুব্ধ জনতার আগুন
সম্ভাব্য মার্কিন হামলা নিয়ে আরব দেশগুলোকে ইরানের হুঁশিয়ারি
ভারতে ৭০ বাংলাদেশি পর্যটক নিয়ে উল্টে গেল বাস, নিহত ১



আর্কাইভ