আড়াইহাজার উপজেলাকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষনা করা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার (৯ আগস্ট) সকাল ১০ টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারা দেশের সাথে আড়াইহাজার উপজেলায়ও ৫২টি ঘর উদ্ধোধন করে ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষনা করেন।
এ সময় আড়াইহাজার উপজেলা পরিষদে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মো. সাকিব -আল-রাব্বি, উপজেলা নির্বাহী অফিসার ভারপ্রাপ্ত শামসুজ্জাহান কনক, ফতেহপুর ইউপি চেয়ারম্যান আবু তালেব মোল্লা, ব্রাক্ষন্দী ইউপি চেয়ারম্যান আলহাজ্ব লাক মিয়া, প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ সজল কুমার দাস, কৃষি কর্মকর্তা মাহমুদুল হাসান ফারুকী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু সাইদ মল্লিক, দারিদ্র বিমোচন কর্মকর্তা সাশসুন্নাহার আকন্দ, আড়াইহাজার থানা প্রেসক্লাব সভাপতি মাসুম বিল্লাহ প্রমুখ।
পরবর্তীতে ভূমিহীনদের মাঝে চাবি হস্তান্তর করা হয়।
বাংলাদেশ সময়: ২২:৫৭:২১ ৪৭ বার পঠিত