মেষ:
বাড়িতে চুরি হওয়ার আশঙ্কা রয়েছে, সতর্ক থাকুন। কর্মস্থলে জনপ্রিয়তা পেতে পারেন। শরীরের কোথাও আঘাত লাগতে পারে। কিছু কেনার জন্য অর্থ ব্যয় হবে। সারা দিন প্রচুর পরিশ্রম হতে পারে। ধর্মীয় কাজে দান করে শান্তি পাবেন। কাজের জন্য বাড়ির কেউ বাইরে যেতে পারে। সঙ্গীতচর্চায় নতুন সুযোগ আসতে পারে। পরিশ্রম করুন, ভালো ফল পাবেন। প্রতিবেশীর দ্বারা ব্যবসায় উপকার পেতে পারেন।
বৃষ:
সুন্দর কথা বলায় সুনাম বাড়তে পারে। প্রেমের ব্যাপারে খুব সতর্ক থাকতে হবে, প্রতারিত হেত পারেন। মনের কথা বলার জন্য সঠিক মানুষ পাবেন। গুরুজনদের পরামর্শ মেনে চলুন। কারও প্ররোচনায় হঠাৎ উত্তেজিত হবেন না। পরিবারের অশান্তি মিটে যাবে। বেশি কথা বলায় ঝামেলার সৃষ্টি হতে পারে। আর্থিক দিক দিয়ে দিনটি ভালো যাবে। সবাই মিলে দূরে ভ্রমণ হতে পারে।
মিথুন:
মন আনন্দিত থাকবে। পরিজন ও বন্ধুদের সঙ্গে দেখা হবে এবং কোথাও ঘুরতে যেতে পারেন। জীবনসঙ্গীর সঙ্গে ঘনিষ্ঠতার কারণে ভবিষ্যৎ চিন্তা থাকবে না। দিনের শুরু থেকে দুপুর পর্যন্ত কর্মক্ষেত্রে অধিক পরিশ্রম করতে হবে। মানসিক রোগ সমস্যায় ফেলবে। স্বাস্থ্যের কারণে চিন্তিত থাকতে পারেন। চাকরিতে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে সামঞ্জস্য বজায় রাখবেন। তা না হলে ভবিষ্যতের লাভ থেকে বঞ্চিত থেকে যাবেন।
কর্কট:
সন্ধ্যানাগাদ প্রত্যাশিত আর্থিক লাভ অর্জন করতে পারবেন। শুভ অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য বাইরে যেতে পারেন। বন্ধু ও আত্মীয়দের কাছ থেকে সুসংবাদ পাবেন। সন্তান সমস্যা আপনায় চিন্তিত করে তুলবে। প্রতিযোগীরা নিজের কৌশলে সফল হবেন। গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এড়িয়ে যান। ভারসাম্য যুক্ত ব্যয় করবেন। কোমরের নীচের অংশে যন্ত্রণা বাড়তে পারে। ব্যবসার চাপে সংসারে সময় না দেয়ায় বিবাদ হতে পারে। পুরনো আশা নষ্ট হতে পারে।
সিংহ:
কারও কুপ্রভাবে সংসারে অশান্তি হতে পারে। সামাজিক সুনাম বা প্রতিপত্তি লাভের সুযোগ। কোনো হারানো জিনিস ফিরে পেতে পারেন। নৃত্যশিল্পীদের জন্য উন্নতির সম্ভঅবনা রয়েছে। খুব কাছের কোনো বন্ধুর দ্বারা উপকৃত হতে পারেন। প্রেমে বিশ্বাস ফিরে আসতে পারে। আপনার মধুর ব্যবহার সকলকে আকৃষ্ট করবে। কোনো জরুরি সিদ্ধান্ত নেয়ার আগে স্ত্রীর সঙ্গে পরামর্শ করুন। প্রেমের বিবাদ মিটে যেতে পারে।
কন্যা:
গৃহস্থ ও দাম্পত্য জীবন সুখ-শান্তিতে ভরে থাকবে। পরিজন ও ঘনিষ্ঠ বন্ধুদের সঙ্গে কোথাও ঘুরতে যেতে পারেন। স্বাস্থ্য ভালো থাকবে। নতুন ও পুরনো কাজের দ্বারা ধন লাভ করতে পারবেন। সাংসারিক কারণে মানসিক যন্ত্রণা বৃদ্ধি পাবে। আপনাকে অবাক করে দেয়া কোনো সুখবর আসতে পারে। কাউকে টাকা ধার দেবেন না। তর্ক-বিতর্ক এড়িয়ে চলুন। মায়ের দায়িত্ব পালন না করায় সংসারে অশান্তি হতে পারে। সঙ্গীতচর্চায় হাল ছাড়বেন না।
তুলা:
দূরের কোনো প্রিয়জনদের সংবাদ আপনাকে আনন্দিত করে তুলবে। সার্বজনিক জীবনে অংশীদারীত্ব ও সম্মান লাভ করবেন। স্বাস্থ্যের যত্ন নিন। উচ্চশিক্ষার ক্ষেত্র আজ খুব প্রতিকূল। অতিরিক্ত রাগের ফলে সংসারে অশান্তি হওয়ার সম্ভাবনা রয়েছে। গুরুজনদের কথায় বিশেষ মনোযোগ দিন। সংসারের ব্যয় বাড়তে পারে। গরিব মানুষের জন্য কিছু করতে পেরে আনন্দ লাভ। ব্যবসায় সুখবর আসতে পারে। রক্তচাপ নিয়ে চিন্তা বাড়তে পারে।
বৃশ্চিক:
বাত জাকীয় রোগে কষ্ট পাওয়ার আশঙ্কা রয়েছে। কর্মস্থলে নিজের মতামত প্রকাশ না করাই ভাল হবে। স্ত্রীর কাছ থেকে আঘাতজনক ব্যবহার পেতে পারেন। ছোটখাটো রোগকে উপেক্ষা করা ঠিক হবে না। প্রবাসী কেউ বাড়িতে আসতে পারে। দিনটি ভালো কাটবে। অধিকাংশ কাজ আজ সহজে সম্পন্ন হবে। ফলে মনে আনন্দ থাকবে। চাকরি ও ব্যবসায়িক স্থানে পরিস্থিতি আপনার অনুকূল থাকবে। পরিকল্পিত কাজে সাফল্য লাভ করবেন। বয়স্ক ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের আশীর্বাদে যেকোনো ধরনের মানসিক চাপ থেকে মুক্তি পাবেন। গৃহস্থ জীবনে আনন্দ থাকবে।
ধনু:
দুপুরের পর বাড়তি আয় হতে পারে। ভাল ব্যবহারের দ্বারা অন্যকে প্রভাবিত করতে পারবেন। ইচ্ছাপূরণ হওয়ার দিন আজ। সন্তানের জন্য খরচ বাড়তে পারে। পিতার শরীরের জন্য চিন্তা বৃদ্ধি পাবে। ব্যবসায় বিশেষ লাভের সম্ভাবনা দেখা যাচ্ছে। দূর দেশে ভ্রমণের পরিকল্পনা সফল হতে পারে। বিদ্যার্থীদের জন্য নতুন কোনো পথ খুলতে পারে। সম্পদ লাভ ও পদোন্নতির সুযোগ রয়েছে। ফলে আপনার প্রভাব বাড়বে। সন্ধ্যায় অবসাদপূর্ণ থাকবেন, ক্লান্ত হয়ে পড়বেন। আবেগতাড়িত হয়ে কাউকে মনের কথা জানাবেন না। তা না হলে ভবিষ্যতে এ কারণে সমস্যায় পড়তে পারেন।
মকর:
জমি বা সম্পত্তি ক্রয়-বিক্রয় করার জন্য আজকের দিনটি শুভ। শেয়ারে বাড়তি বিনিয়োগ না করাই ভাল। একবার যে কথা ধরে নেবেন, তাতে সবার সম্মতি আদায় করেই ছাড়বেন। ফলে বাড়ি ও বাইরে সবাই আপনার ব্যবহারে বিরক্ত হতে পারে। ব্যবসায়ীদের সঙ্গে মনোমালিন্য হতে পারে। কাজের ক্ষেত্রে মনে বিভ্রান্তি থাকবে, যার ফলে কোনো সিদ্ধান্তে পৌঁছতে পারবেন না। এমন পরিস্থিতিতে আজ আপনার কাজে প্রভাব পড়বে। ধৈর্য ধরুন।
কুম্ভ:
সন্তানের কোনো কাজে গর্ববোধ করবেন। পেটের সমস্যায় ভোগান্তি হতে পারে। খুব সাবধানে হাঁটাচলা করবেন। আজ সব কাজের মধ্যেও ধর্মীয় আলোচনায় মন যেতে পারে। শত্রুরা ক্ষতি করতে চাইলেও সফল হবে না। সন্তানদের নিয়ে দুশ্চিন্তা থাকলে কেটে যাবে। আজ বাড়তি কিছু খরচ হতে পারে। চোখের রোগ বাড়তে পারে। সারা দিন কর্মব্যস্ততার মধ্যে কাটবে। চলার পথে কোনো ঝামেলায় পড়তে পারেন। গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ ও নতুন কাজ শুরুর চিন্তাভাবনা আজ মন থেকে বের করে দিন।
মীন:
সংসারে আর্থ সঙ্কট থাকলে তা মিটে যাবে। সারা দিন ঝামেলাহীনভাবে কাটবে। উপার্জনের ভাগ্য ভাল ও আর্থিক উন্নতি বজায় থাকবে। সন্তানদের নিয়ে চিন্তা বাড়তে পারে। কর্মক্ষেত্রে ভাগ্য আপনার সহায় হবে। ব্যক্তিগত সমস্যার কথা কাউকে না বলাই ভাল। আপনার থেকে বয়সে ছোট কারও কাছ থেকে উপকার নিতে হতে পারে। বাড়িতে অতিথি আসতে পারে। পেটের সমস্যা বাড়তে পারে। ব্যবসায় আমূল পরিবর্তন হতে পারে।
বাংলাদেশ সময়: ১০:৩৬:১৯ ৪৫ বার পঠিত