শরীয়তপুরে বঙ্গমাতার জন্মবার্ষিকী উদযাপিত

প্রথম পাতা » ছবি গ্যালারি » শরীয়তপুরে বঙ্গমাতার জন্মবার্ষিকী উদযাপিত
মঙ্গলবার, ৮ আগস্ট ২০২৩



শরীয়তপুরে বঙ্গমাতার জন্মবার্ষিকী উদযাপিত

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী বাঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের ৯৩তম জন্মবার্ষিকী আজ জেলায় উদযাপিত হচ্ছে।
এ উপলক্ষে আজ মঙ্গলবার সকাল ১০টায় জেলা প্রশাসক কার্যালয় সম্মুখস্থ বঙ্গবন্ধুর ম্যুরাল চত্বরে বীর বাঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের প্রতিকৃতিতে প্রথমে পুষ্পস্তবক অর্পণ করেন- জেলা প্রশাসক মুহাম্মদ নিজাম উদ্দীন আহাম্মেদ ও জেলা আওয়ামী লীগের সভাপতি ছাবেদুর রহমান খোকা সিকদার। পরে পর্যায়ক্রমে জেলা আওয়ামী লীগ, মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল, পুলিশ সুপার মো. মাহবুবুল আলম, সিভিল সার্জন ডা. আব্দুল হাদী মোহাম্মদ শাহ পরানসহ জেলার সব সরকারি দপ্তর প্রধানরা বঙ্গমাতা’র প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এছাড়াও জেলার পাঁচ উপজেলায়ও একই সময়ে বঙ্গমাতা’র প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
এছাড়াও জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর শরীয়তপুরের পক্ষ থেকে সকাল সাড়ে ১০টায় একযোগে জেলা সদর ছাড়াও বাকি ৫ উপজেলায় দুস্থ, অসহায়, কর্মক্ষম ও বিশেষ চাহিদাসম্পন্ন মহিলাদরে মাঝে সেলাই মেশিন ও নগদ অর্থ বিতরণ করা হয়। বেলা ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব এঁর উপর “সংগ্রাম-স্বাধীনতা প্রেরণায় বঙ্গমাতা” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বাদ জোহর ও সুবিধাজনক সময়ে জেলা সদরের কেন্দ্রীয় মসজিদসহ সকল মসজিদ, কেন্দ্রীয় মন্দিরসহ সকল মন্দির ও অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে মিলাদ, বিশেষ মোনাজাত ও প্রার্থনার আয়োজন করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫:০০:৫৩   ৪০ বার পঠিত  




ছবি গ্যালারি’র আরও খবর


সচিবালয়ে বেসরকারি পাস বাতিল, ঢুকতে পারবেন না সাংবাদিকরাও
বান্দরবানের লামায় অগ্নিসংযোগে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়িয়েছেন পার্বত্য উপদেষ্টা
আগামী ২ মাসের মধ্যে নতুন একাধিক রাজনৈতিক দল হবে: সারজিস আলম
সর্বোত্তম পেতে গিয়ে যেন উত্তমকে হারিয়ে না ফেলি: দেবপ্রিয়
সেন্টমার্টিনে সাগরে বিকল পর্যটকবাহী জাহাজ, পরে উদ্ধার



আর্কাইভ