ইসরায়েলি হামলায় ৪ সিরিয়ান সেনা নিহত

প্রথম পাতা » আন্তর্জাতিক » ইসরায়েলি হামলায় ৪ সিরিয়ান সেনা নিহত
সোমবার, ৭ আগস্ট ২০২৩



ইসরায়েলি হামলায় ৪ সিরিয়ান সেনা নিহত

রাজধানী দামেস্কের কাছে ইসরায়েলি বিমান হামলায় চার সিরিয়ান সেনা নিহত এবং চারজন আহত হয়েছে। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম একটি সামরিক সূত্রের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে। স্থানীয় সময় সোমবার ভোরে এই ঘটনা ঘটেছে।

রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা জানিয়েছে, ‘রবিবার রাত ২.২০ মিনিটে ইসরায়েলি শত্রুরা অধিকৃত সিরিয়ার গোলানের দিক থেকে দামেস্কের আশেপাশের এলাকাগুলোকে লক্ষ্য করে বিমান হামলা চালায়।
এই হামলায় চারজন সৈন্য নিহত এবং চারজন আহত হয়েছে।’ সংস্থাটি আরো জানায়, হামলায় এলাকাগুলোর বেশ ক্ষয়ক্ষতি হয়েছে এবং সিরিয়ার বিমান প্রতিরক্ষা কিছু ক্ষেপণাস্ত্র ধ্বংস করেছে।

সিরিয়ায় এক দশকেরও বেশি সময় ধরে যুদ্ধ চলছে। ইসরায়েল দেশটিতে শতাধিক বিমান হামলা চালিয়েছে।
তবে ইসরায়েল সিরিয়ার ওপর চালানো হামলার বিষয়ে খুব কমই মন্তব্য করেছে। তারা বারবার বলে আসছে, তাদের প্রধান শত্রু ইরানকে সিরিয়ায় পদচিহ্ন রাখতে দিবে না।

সূত্র : আল অ্যারাবিয়া

বাংলাদেশ সময়: ১২:৪১:৪০   ৪৩ বার পঠিত  




আন্তর্জাতিক’র আরও খবর


অভিশংসনের মুখে দক্ষিণ কোরিয়ার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট
কাজাখস্তানে যাত্রীবাহী বিমান বিধ্বস্ত
গাজায় জিম্মিদের মুক্তি আলোচনায় উন্নতি হচ্ছে : নেতানিয়াহু
মালদ্বীপের সঙ্গে বন্দি বিনিময় চুক্তি চূড়ান্ত পর্যায়ে: হাইকমিশনার
ইউক্রেনে ‘ধ্বংসযজ্ঞ’ চালানোর হুমকি পুতিনের



আর্কাইভ