ফরিদপুরে ডেঙ্গুতে নারীর মৃত্যু, নতুন আক্রান্ত ১৩৭

প্রথম পাতা » ছবি গ্যালারি » ফরিদপুরে ডেঙ্গুতে নারীর মৃত্যু, নতুন আক্রান্ত ১৩৭
সোমবার, ৭ আগস্ট ২০২৩



ফরিদপুরে ডেঙ্গুতে নারীর মৃত্যু, নতুন আক্রান্ত ১৩৭

ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু জ্বরে ময়না বেগম (৪০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। এছাড়া একদিনে নতুন করে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ১৩৭ রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন ।

সোমবার (০৭ আগস্ট) সকালে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. এনামুল হক।

ময়না বেগমের বাড়ি ফরিদপুরের সালথা উপজেলার যদুনন্দি গ্রামে। তিনি ওই গ্রামের ফরহাদ হোসেনের স্ত্রী।

পরিচালক ডা. এনামুল হক জানান, ময়না বেগম ডেঙ্গুতে আক্রান্ত হয়ে রোববার (৬ আগস্ট) দুপুরে হাসপাতালে ভর্তি হন। রাতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

তিনি আরও জানান, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এ পর্যন্ত মারা গেছেন ছয় রোগী। তার মধ্যে রাজবাড়ী জেলার তিন, ফরিদপুরের দুই এবং মাগুরা জেলার একজন।

ফরিদপুরের সিভিল সার্জন ডা. মো. ছিদ্দীকুর রহমান জানান, সোমবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন ১৩৭ রোগী। বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৩৩৮ জন।

জেলায় ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা এক হাজার ৮৭৮ জন । এর মধ্যে এক হাজার ৫৩৪ রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।

বাংলাদেশ সময়: ১২:২২:৫৫   ৪২ বার পঠিত  




ছবি গ্যালারি’র আরও খবর


আজকের রাশিফল
আল কোরআন ও আল হাদিস
ইহকাল ও পরকালের কল্যাণের জন্য শিক্ষা গ্রহন করতে হবে - মুহাম্মদ গিয়াসউদ্দিন
নির্বাচন নিয়ে টালবাহানা দেশের মানুষ মানবে না: টিপু
রাঙ্গামাটিতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী নারীদের কৃষি ও হস্ত শিল্পের প্রদর্শনী



আর্কাইভ