বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের বড় অংশ এসেছে আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে সাফল্য অর্জনের মাধ্যমে। তাই এক্ষেত্রে জ্ঞানসম্পন্ন দক্ষ মানবসম্পদ গড়ে তোলার প্রয়োজনীয়তা রয়েছে।
রোববার রাজধানীর কারওয়ানবাজার বাংলাদেশ ফরেন ট্রেড ইন্সটিটিউটের (বিএফটিআই) সভাকক্ষে ‘আমদানি-রপ্তানির নিয়ম ও পদ্ধতি’ বিষয়ক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তর, বণিক সমিতি এবং আমদানি ও রপ্তানিকারক প্রতিষ্ঠানের কর্মকর্তাদের জন্য বিএফটিআই এ কর্মশালার আয়োজন করে।
প্রশিক্ষণে অংশগ্রহণকারীরা আন্তর্জাতিক বাণিজ্য সম্পর্কিত ডকুমেন্টেশন, আমদানি-রপ্তানি পদ্ধতি, ব্যাংকিং নিয়মাবলি, শুল্ক আইন, কাস্টমস, মালামালের ছাড়পত্র এবং চালানের জন্য প্রয়োজনীয় বিধি-বিধানের বিষয়ে জ্ঞান লাভ করেন।
কর্মশালায় তপন কান্তি ঘোষ বলেন, স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণ এবং উন্নত বিশ্বে অগ্রসর হওয়ার চ্যালেঞ্জ মোকাবিলায় দেশে আন্তর্জাতিক বাণিজ্যে জ্ঞানসমৃদ্ধ দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে হবে। দক্ষ উদ্যোক্তা ও দক্ষ ব্যবস্থাপক গড়ে তোলার উপর গুরুত্বারোপ করেন তিনি।
অনুষ্ঠানে বিএফটিআইয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. মো. জাফর উদ্দীন জানান, আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে দক্ষ জনবল তৈরির লক্ষ্যে বিএফটিআই নিয়মিত প্রশিক্ষণ প্রদান করে আসছে। কর্মশালায় স্বাগত বক্তব্য দেন বিএফটিআইয়ের পরিচালক মো. ওবায়দুল আজম।
বাংলাদেশ সময়: ২৩:২০:৩২ ৬৯ বার পঠিত