বিরাটের গোল্ডেন ডাকের দিনে ব্যাঙ্গালুরুর সংগ্রহ ১৮৯

প্রথম পাতা » খেলা » বিরাটের গোল্ডেন ডাকের দিনে ব্যাঙ্গালুরুর সংগ্রহ ১৮৯
রবিবার, ২৩ এপ্রিল ২০২৩



 বিরাটের গোল্ডেন ডাকের দিনে ব্যাঙ্গালুরুর সংগ্রহ ১৮৯

রাজস্থান রয়্যালসের বিপক্ষে টস হেরে ব্যাট করে ৯ উইকেট হারিয়ে ১৮৯ রান তুলেছে রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। 

দলটির ওপেনার ও অধিনায়ক বিরাট কোহলি ওপেন করতে নেমে ইনিংসের প্রথম বলেই লেগ বিফোর হয়ে সাজঘরে ফেরেন। তাকে তুলে নেন ট্রেন্ট বোল্ট। পরেই বোল্ট ফেরান শাহবাহ আহমেদকে। ১২ রানে ২ উইকেট হারায় ব্যাঙ্গালুরু। 

 

সেখান থেকে ওপেনার ফ্যাফ ডু প্লেসি ও গ্লেন ম্যাক্সওয়েল দারুণ ইনিংস খেলে দলকে ভালো সংগ্রহের পথে তুলে নেন। ডু প্লেসি ৩৯ বলে খেলেন ৬২ রানের ইনিংস। আটটি চার ও দুটি ছক্কা হাঁকান এই ডানহাতি ব্যাটার। 

 

গ্লেন ম্যাক্সওয়েল খেলেন ৭৭ রানের ইনিংস। চারে নেমে তিনি ৪৪ বলের মুখোমুখি হয়ে ৭৭ রানের ইনিংস খেলেন। ছয়টি চার ও চারটি ছক্কার শট দেখা যায় এই ব্যাটারের ব্যাট থেকে। পরে মাহিপার লরমর এবং দিনেশ কার্তিক (১৩ বলে ১৬) ঝড়ো ব্যাট করতে না পারায় দুইশ’ রান হয়নি ব্যাঙ্গালুরুর।

বাংলাদেশ সময়: ১৯:০৫:১০   ৫৮ বার পঠিত  




খেলা’র আরও খবর


২০২৫ সালে আর্জেন্টিনার সূচি
১৮ বছর পর ঘরের মাঠে অ্যাতলেটিকোর কাছে হারলো বার্সেলোনা
ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করে ইতিহাস গড়ল বাংলাদেশ
পাচুকাকে হারিয়ে ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ
অর্ধযুগ পর ক্যারিবিয়ানদের বিপক্ষে টাইগারদের সিরিজ জয়



আর্কাইভ