মুন্সীগঞ্জের লৌহজংয়ে বাল্কহেডের ধাক্কায় একটি পিকনিকের ট্রলারডুবির ঘটনা ঘটেছে। নারী ও শিশুসহ চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ রয়েছেন আরও বেশ কয়েকজন।
শনিবার রাত ৮টার দিকে পদ্মা ও ইছামতি নদীর ডহরি তালতলা খালে এই দুর্ঘটনা ঘটে। এতে অর্ধশতাধিক যাত্রী ছিলেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান চালাচ্ছে।
বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস সদর দপ্তর থেকে মিডিয়া কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন
বাংলাদেশ সময়: ২২:১৩:৫৯ ৪২ বার পঠিত