যাত্রীবাহী বাস থেকে ২ কেজি হেরোইন জব্দ

প্রথম পাতা » চট্রগ্রাম » যাত্রীবাহী বাস থেকে ২ কেজি হেরোইন জব্দ
শনিবার, ৫ আগস্ট ২০২৩



যাত্রীবাহী বাস থেকে ২ কেজি হেরোইন জব্দ

ঢাকা থেকে কক্সবাজারগামী যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে মালিকবিহীন ২ কেজি ১৯৫ গ্রাম হেরোইন জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শনিবার (৫ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে কক্সবাজার সদরের ঝিলংজা ইউনিয়নের উত্তর মুহুরিপাড়া এলাকায় মহাসড়কের ওপর একটি যাত্রীবাহী বাসে এ অভিযান চালানো হয়।

কক্সবাজার ৩৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ সাইফুল ইসলাম চৌধুরী বলেন, মাদক পাচারের সংবাদ পেয়ে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের উত্তর মুহুরিপাড়ায় অবস্থান নেয় বিজিবি। এ সময় একটি কক্সবাজারগামী একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালানো হয়।

একপর্যায়ে একটি কালো ব্যাগ পাওয়া যায়। তাতে ২ কেজি ১৯৫ গ্রাম হেরোইন পাওয়া যায়। তবে ব্যাগটি মালিকবিহীন হওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

বাংলাদেশ সময়: ১৩:৩৩:২৩   ৫৯ বার পঠিত  




চট্রগ্রাম’র আরও খবর


রাঙ্গামাটিতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী নারীদের কৃষি ও হস্ত শিল্পের প্রদর্শনী
চাঁদপুরে জাহাজ থেকে ৬ জনের মরদেহ উদ্ধার
লক্ষ্মীপুরে শিক্ষার্থী হত্যা-মামলায় গ্রেফতার-২
হাজীগঞ্জে ৩ দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন
সবাইকে কথা বলার সুযোগ করে দেয়াই হলো সরকারের প্রধানতম লক্ষ্য -সুপ্রদীপ চাকমা



আর্কাইভ