বঙ্গবন্ধুকে নিয়ে প্রকাশিত বইয়ের নির্দিষ্ট মানদণ্ড প্রয়োজন

প্রথম পাতা » ছবি গ্যালারি » বঙ্গবন্ধুকে নিয়ে প্রকাশিত বইয়ের নির্দিষ্ট মানদণ্ড প্রয়োজন
রবিবার, ৭ মে ২০২৩



বঙ্গবন্ধুকে নিয়ে প্রকাশিত বইয়ের নির্দিষ্ট মানদণ্ড প্রয়োজন

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বঙ্গবন্ধুকে নিয়ে অনেক বই লেখা হচ্ছে। তবে ইদানীং দেখা যাচ্ছে যে বইয়ে ইতিহাস বিকৃতি করা হচ্ছে, মান ঠিক থাকছে না। বঙ্গবন্ধুকে নিয়ে রচিত বইগুলোর নির্দিষ্ট মানদণ্ড প্রয়োজন, যেন ইতিহাস বা তথ্য বিকৃতি না হয়।

রোববার (৭ মে) প্রেসক্লাবে বাংলাদেশ খ্রিষ্টান যুব কল্যাণ সমিতি কর্তৃক আয়োজিত বাংলার স্থপতি নামক গ্রন্থ উন্মোচন শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বিবিসি অনলাইনে এক জরিপ করেছিল, যাতে পুরো বিশ্ব থেকে বাঙালিরা অংশগ্রহণ করেছিল। সে জরিপে উঠে এসেছিল বঙ্গবন্ধু সর্বকালের শ্রেষ্ঠ বাঙালি।

তথ্যমন্ত্রী বলেন, বাঙালি জাতিসত্তার উন্মেষ ঘটেছিল ৫ হাজার বছর আগে। কিন্তু তারা কেউ স্বাধীন ছিল না। খণ্ড খণ্ড দু একটি রাজ্য স্বাধীন থাকলেও বেশিরভাগই ছিল পরাধীন। তবে বাঙালি জাতির স্বাধীনতার আকাঙ্ক্ষা ছিল, তারা বারবার বিদ্রোহ করেছে। ক্ষুদিরাম, সূর্যসেন, তিতুমীর বাঙালির স্বাধীনতার ইতিহাসের উজ্জ্বল উদাহরণ।

তিনি আরো বলেন, বঙ্গবন্ধু ছিলেন রাজনীতির কবি। তিনি জানতেন জনগণের কাছে কখন কি পেশ করতে হবে। তিনি জনগণের মন বুঝতেন। পাকিস্তান সৃষ্টির পরেই তিনি দেশের স্বাধীনতার পরিকল্পনা করেন। হোসেন শহীদ সোহরাওয়ার্দীর মৃত্যুর পর তিনি ৬ দফা দাবি উত্থাপন করেছিলেন। এতে পাকিস্তান প্রশাসন ক্ষুব্ধ হয়েছিল। তাকে আপোষ করতে বলা হলেও তিনি তা করেননি, কারণ সেটা ততোদিনে হয়ে উঠেছিল জনগণের দাবি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক, বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছাদেকুল আরেফিন মতিন, পিআইবির ডিজি জাফর ওয়াজেদ, প্রধানমন্ত্রীর বিশেষ প্রতিনিধি শহীদ উল্লাহ খন্দকার প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৬:৩৮:১২   ৭৫ বার পঠিত  




ছবি গ্যালারি’র আরও খবর


আজকের রাশিফল
আল কোরআন ও আল হাদিস
ইহকাল ও পরকালের কল্যাণের জন্য শিক্ষা গ্রহন করতে হবে - মুহাম্মদ গিয়াসউদ্দিন
নির্বাচন নিয়ে টালবাহানা দেশের মানুষ মানবে না: টিপু
রাঙ্গামাটিতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী নারীদের কৃষি ও হস্ত শিল্পের প্রদর্শনী



আর্কাইভ