বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ কয়েকজন কেন্দ্রীয় নেতার সঙ্গে বৈঠকে বসেছেন। আজ বৃহস্পতিবার (৩ আগস্ট) বেলা সোয়া ১১টার দিকে বঙ্গবন্ধু এভিনিউয়ের আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ে প্রবেশ করেন তিনি। পরে বৈঠক শুরু হয়।
মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসকে ফুল দিয়ে স্বাগত জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
বৈঠকে তার নেতৃত্বে আওয়ামী লীগের প্রতিনিধিদলে আরো উপস্থিত আছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মুহাম্মদ ফারুক খান, আন্তর্জাতিক সম্পাদক শাম্মী আহমেদ, তথ্য ও গবেষণা সম্পাদক সেলিম মাহমুদ, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, কার্যনির্বাহী সদস্য মোহাম্মদ আলী আরাফাত।
মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে দূতাবাসের আরো একজন কর্মকর্তা বৈঠকে উপস্থিত আছেন। বৈঠকে সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি, আগামী নির্বাচন নিয়ে আলোচনা হতে পারে।
বাংলাদেশ সময়: ১৬:৫৪:১৭ ৮২ বার পঠিত