রোহিঙ্গা ক্যাম্পে স্ত্রীর ছুরিকাঘাতে স্বামী নিহত

প্রথম পাতা » চট্রগ্রাম » রোহিঙ্গা ক্যাম্পে স্ত্রীর ছুরিকাঘাতে স্বামী নিহত
বৃহস্পতিবার, ৩ আগস্ট ২০২৩



রোহিঙ্গা ক্যাম্পে স্ত্রীর ছুরিকাঘাতে স্বামী নিহত

কক্সবাজারের উখিয়া উপজেলায় রোহিঙ্গা ক্যাম্পে স্ত্রীর ছুরিকাঘাতে স্বামী নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (৩ আগস্ট) উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন ভোরে উখিয়ার ৪নং ক্যাম্পে এ ঘটনা ঘটে।

নিহত যুবক উখিয়া ৪নং ক্যাম্পের আবদুর রহমানের ছেলে। ঘটনার পর থেকে অভিযুক্ত স্ত্রী পলাতক রয়েছেন।

ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী জানান, বৃহস্পতিবার ভোরে পারিবারিক কলহের জেরে স্ত্রী তার স্বামীকে ছুরিকাঘাত করে। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে এনজিও হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। পরে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৬:২৩:৩৭   ৮২ বার পঠিত  




চট্রগ্রাম’র আরও খবর


পার্বত্য উপদেষ্টার সাথে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতসহ চার বিদেশি প্রতিনিধির সাক্ষাৎ
সংস্কার ও হাসিনার বিচারের আগে কোনো নির্বাচন নয়: জামায়াত সেক্রেটারি
মেরিন ড্রাইভ এলাকা থেকে মাদক ও দেশীয় অস্ত্র উদ্ধার
বিমান বাহিনীর ১২৮তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদপত্র বিতরণ অনুষ্ঠান
চাঁদপুরে দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের তিন নেতা আটক



আর্কাইভ